তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে : ফখরুল

তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে : ফখরুল

বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮

আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার প্রসঙ্গে তিনি বলেন, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বুধবার কুমিল্লার চান্দিনায় এক নির্বাচনী সভায় মির্জা ফখরুল এ আহ্বান জানান। ফখরুল বলেন, সরকার ও নির্বাচন কমিশন মিলে গণতন্ত্রকে জবাই করেছে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তিনি বলেন, এ সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জনগণের সংগঠন করার অধিকার কেড়ে নিয়েছে। আমি বলব, গণতন্ত্রের স্বার্থে সবাই ৩০ ডিসেম্বর ভোট দিন, কেন্দ্র পাহারা দিন। ফখরুল বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি না মেনে ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছে। ওই নির্বাচনের মধ্য দিয়ে তারা জোর করে ক্ষমতা দখল করে আছে। কুমিল্লা-৭ আসনে ২০-দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী রেদোয়ান আহমদের পক্ষে এ নির্বাচনী সভার আয়োজন করা হয়।

মন্তব্যসমূহ