সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেপ্তার আওয়ামীরাঃ ১৭ জনের মার্কিনী ভিসা বাতিল

সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেপ্তার আওয়ামীরাঃ ১৭ জনের মার্কিনী ভিসা বাতিল
ছবি: সংগৃহীত


শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮

দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যরা তাদের টহল ও তল্লাশি জোরদার করার পর থেকেই সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী ও জঙ্গিদের গ্রেপ্তার হতে শুরু করেছে। এদিকে গতকাল ৭ জন আমেরিকানকে বাংলাদেশে ঢুকতে না দেয়ায় ১৭ জন বাংলাদেশির ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
রাজধানীর মোহাম্মদপুর থানা যুবলীগ সাধারণ সম্পাদক নাসিম বাহার অস্ত্র সহ সেনা বাহিনীর হাতে আটক হয়েছে। পাবনা-৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির অন্যতম নেতা হাবিবুর রহমান হাবিব এর উপর হামলাকারী মন্ত্রী শামসুর রাহমান শরিফ ডিলুর পুত্র তমাল ও তার সতেরো সহযোগী অত্যাধুনিক অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক হয়েছে।
বাগেরহাটে জনৈক ইউপি চেয়ারম্যানকে সেনাবাহিনী শীতের রাতে পুকুরে দীর্ঘক্ষণ থাকতে বাধ্য করেছে।
এদিকে বিশ্বস্ত সুত্রে জানা গেছে, ঢাকায় বিমানবন্দর থেকে ৭ জন আমেরিকান নাগরিককে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠানোয় দেশটি ক্ষুব্ধ হয়ে ১৭ জন বাংলাদেশী উচ্চ পদস্থ কর্মকর্তার আমেরিকান ভিসা বাতিল করে দিয়েছে। এর মধ্যে একটি বাহিনী প্রধানের স্ত্রীও রয়েছেন বলে জানা গেছে।

মন্তব্যসমূহ