রাখাইনে গুলিবিদ্ধ পুলিশের লাশ

রাখাইনে গুলিবিদ্ধ পুলিশের লাশ


রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮


মিয়ানামারের রাখাইন রাজ্যের উত্তরাংশে গুলিবিদ্ধ এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। গত বছর এই উত্তর রাখাইনেই রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। প্রাণে বাঁচতে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের পশ্চিমাঞ্চল জাতিগত ও ধর্মীয় সহিংসতার বড় একটি কেন্দ্র। এখানে রোহিঙ্গা বিদ্রোহী ও বৌদ্ধ আরকান আর্মির সঙ্গে লড়াই করতে সেনাবাহিনীকে। মিয়ানমারের সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, অং কিউ থেট নামের ওই পুলিশ সদস্য গত সপ্তাহে বাংলাদেশ সীমান্তবর্তী মংড়ু শহরে অভিযানে গিয়েছিলেন। অজ্ঞাত হামলাকারীরা তাকে গুম করে। দুদিন আগে মুখে, হাত ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তার মৃতদেহ একটি পাহাড়ের কাছ থেকে উদ্ধার করা হয়। যেদিন থেটকে গুম করা হয় ওই দিন মংড়ু থেকে রাখাইনের দুই বৌদ্ধধর্মাবলম্বীকেও মাছ ধরার সময় কে বা কারা নিয়ে যায়। পরে জিহ্বা কাটা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এর পরপর সেনাবাহিনী ওই এলাকায় ‘শুদ্ধি অভিযানে’নামে

মন্তব্যসমূহ