সেনাবাহিনী দিয়ে ভোট গণনা, শুনানিতে যা বললেন বিচারক

সেনাবাহিনী দিয়ে ভোট গণনা, শুনানিতে যা বললেন বিচারক

বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর মাধ্যমে ভোটগ্রহণ, গণনা ও ফল প্রকাশের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি অবকাশের পরে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। জানাগেছে, অবকাশ শেষে আগামী ২ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম চালু হবে। সে অনুযায়ী ভোটের পরে এই রিটের শুনানি হবে।

বুধবার (২৬ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ ও বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, রিট আবেদনটি শুনানির জন্য তোলা হলে বিচারক শুনানি প্রথমে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। এরপরও শুনানি করতে চাইলে অবকাশকালীন ছুটির পর আসার জন্য বলেন দুই বিচারকের বেঞ্চ।
ইউনুছ আলী বলেন, আজ রিটের শুনানি হয়নি। আবেদনটির ওপর সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষ হলে তারপর শুনানি করা হবে বলে আদালত আজ আদেশ দিয়েছেন।

গত ২৩ ডিসেম্বর ঢাকা-৮ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এই রিট করেন।

রিটে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় ব্যর্থতা কেন অসংবিধানিক ঘোষণা করা হবে না এবং সারা দেশের সব কেন্দ্রে সেনাবাহিনী দিয়ে ভোটগ্রহণ, গণনা ও ফল প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়।

এছাড়াও এক দলের প্রার্থী অন্য দলের নেতার ছবি ও প্রতীক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। পাশাপাশি রিটকারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশ চাওয়া হয়েছে। রিটে রুল জারির পর তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২০ বা ১৪ দল নামে জোট গঠন করে নির্বাচন করার ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

মন্তব্যসমূহ