কাল আসছে ইভিএম, পরশু পোস্টাল ব্যালট পেপার
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার এবং ইভিএমসহ (ইলেকট্রনিক ভোটিং মেশিন) অন্যান্য নির্বাচনী সামগ্রী ২৬-২৭ ডিসেম্বর চট্টগ্রামে এসে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে কাল বুধবার চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া আসনের জন্য ইভিএম এবং পরশু বৃহস্পতিবার পোস্টাল ব্যালট পেপার আসছে। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে এ সব তথ্য জানা যায়।
আজ মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকার আগারগাঁওস’ ‘নির্বাচন ভবন’ থেকে চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনের জন্য ইভিএমসহ অন্যান্য মালামাল সরবরাহ করবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ভোট গ্রহণের জন্য প্রতিটি ভোটকড়্গে ১ সেট ইভিএম (১টি কন্ট্রোল ইউনিট, ১টি ব্যালট ইউনিট, ১টি ডিসপেস্ন ইউনিট) এবং প্রতি ভোটকড়্গে ১ সেট ইভিএম রিজার্ভ হিসেবে অর্থাৎ, প্রতি ভোটকড়্গের জন্য ২ সেট ইভিএম সরবরাহ করা হবে। এ হিসেবে চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনের ৯২০ ভোটকড়্গের জন্য ১ হাজার ৮৪০ সেট ইভিএম পাবে জেলা নির্বাচন অফিস। যা কাল বুধবার চট্টগ্রামে এসে পৌঁছাবে। এ সব ইভিএম গ্রহণ করার লড়্গ্যে প্রতিনিধি প্রেরণের জন্য গত রোববার রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মান্নানকে দাপ্তরিক পত্র দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। এ প্রেড়্গিতে ইভিএম গ্রহণের জন্য তিনজন সহকারী কমিশনারের নাম প্রেরণ করেছেন রিটার্নিং অফিসার।
এদিকে, কাল বুধবার ঢাকার তেজগাঁওয়ের গভর্ণমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস হতে চট্টগ্রামের কোতোয়ালী আসনের জন্য পোস্টাল ব্যালট পেপার বিতরণ করা হবে। যা আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে এসে পৌঁছাবে। পোস্টাল ব্যালট পেপার গ্রহণের জন্য জেলা নির্বাচন অফিসার অথবা সহকারী কমিশনার/সিনিয়র
সহকারী কমিশনার পদের কোন কর্মকর্তাকে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনীসহ সংশিস্নষ্ট প্রেসে প্রেরণ করার জন্য গত রোববার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. আবদুল মান্নানকে দাপ্তরিক পত্র দিয়েছেন নির্বাচন কমিশনের সহকারী সচিব (ক্রয় ও মদ্রণ) সৈয়দ গোলাম রাশেদ।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘যানজট না থাকলে বুধবার সকাল ১০টার দিকে কোতোয়ালীর জন্য ১ হাজার ৮৪০ সেট ইভিএম চট্টগ্রাম এসে পৌঁছাবে। এছাড়া পরদিন বৃহস্পতিবার একই আসনের জন্য পোস্টাল ব্যালট পেপার আসবেন।’
একাদশ জাতীং সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া আসনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এ আসনে মোট ভোটার ৯ লাখ ৯০ হাজার ৪৩১ জন, মোট ভোট কেন্দ্রে সংখ্যা ১৪৪ টি, মোট ভোটকড়্গের সংখ্যা ৯২০টি। এ আসনে ৫ শতাংশ অতিরিক্তসহ মোট ১৫১ জন প্রিজাইডিং অফিসার, ৯৬৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৯৩২ জন পোলিং অফিসার এ আসনে ইভিএমে ভোট গ্রহণে কাজ করবেন ।
আজ মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকার আগারগাঁওস’ ‘নির্বাচন ভবন’ থেকে চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনের জন্য ইভিএমসহ অন্যান্য মালামাল সরবরাহ করবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ভোট গ্রহণের জন্য প্রতিটি ভোটকড়্গে ১ সেট ইভিএম (১টি কন্ট্রোল ইউনিট, ১টি ব্যালট ইউনিট, ১টি ডিসপেস্ন ইউনিট) এবং প্রতি ভোটকড়্গে ১ সেট ইভিএম রিজার্ভ হিসেবে অর্থাৎ, প্রতি ভোটকড়্গের জন্য ২ সেট ইভিএম সরবরাহ করা হবে। এ হিসেবে চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনের ৯২০ ভোটকড়্গের জন্য ১ হাজার ৮৪০ সেট ইভিএম পাবে জেলা নির্বাচন অফিস। যা কাল বুধবার চট্টগ্রামে এসে পৌঁছাবে। এ সব ইভিএম গ্রহণ করার লড়্গ্যে প্রতিনিধি প্রেরণের জন্য গত রোববার রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মান্নানকে দাপ্তরিক পত্র দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। এ প্রেড়্গিতে ইভিএম গ্রহণের জন্য তিনজন সহকারী কমিশনারের নাম প্রেরণ করেছেন রিটার্নিং অফিসার।
এদিকে, কাল বুধবার ঢাকার তেজগাঁওয়ের গভর্ণমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস হতে চট্টগ্রামের কোতোয়ালী আসনের জন্য পোস্টাল ব্যালট পেপার বিতরণ করা হবে। যা আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে এসে পৌঁছাবে। পোস্টাল ব্যালট পেপার গ্রহণের জন্য জেলা নির্বাচন অফিসার অথবা সহকারী কমিশনার/সিনিয়র
সহকারী কমিশনার পদের কোন কর্মকর্তাকে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনীসহ সংশিস্নষ্ট প্রেসে প্রেরণ করার জন্য গত রোববার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. আবদুল মান্নানকে দাপ্তরিক পত্র দিয়েছেন নির্বাচন কমিশনের সহকারী সচিব (ক্রয় ও মদ্রণ) সৈয়দ গোলাম রাশেদ।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘যানজট না থাকলে বুধবার সকাল ১০টার দিকে কোতোয়ালীর জন্য ১ হাজার ৮৪০ সেট ইভিএম চট্টগ্রাম এসে পৌঁছাবে। এছাড়া পরদিন বৃহস্পতিবার একই আসনের জন্য পোস্টাল ব্যালট পেপার আসবেন।’
একাদশ জাতীং সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া আসনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এ আসনে মোট ভোটার ৯ লাখ ৯০ হাজার ৪৩১ জন, মোট ভোট কেন্দ্রে সংখ্যা ১৪৪ টি, মোট ভোটকড়্গের সংখ্যা ৯২০টি। এ আসনে ৫ শতাংশ অতিরিক্তসহ মোট ১৫১ জন প্রিজাইডিং অফিসার, ৯৬৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৯৩২ জন পোলিং অফিসার এ আসনে ইভিএমে ভোট গ্রহণে কাজ করবেন ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন