ঘরে ঘরে বন্দুক দেবে ব্রাজিল

ঘরে ঘরে বন্দুক দেবে ব্রাজিল
                     ছবি: সংগৃহীত

শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮

সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি আর চুরি-ডাকাতি প্রতিরোধ করতে চান ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। আর এ অভিনব উপায় বের করেছেন তিনি। ঘরে ঘরে মানুষের হাতে বন্দুক দেবেন তিনি। প্রয়োজনে প্রচলিত বন্দুক আইন সংশোধন করবেন তিনি।
জনগণ যাতে নিজেরাই নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারে সেই ব্যবস্থাই করবেন বলেও জোর দিচ্ছেন তিনি। বলছেন, অপরাধের জবাব বন্দুক দিয়েই দিতে হবে। নতুন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে তার সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ইতিমধ্যে তাদের অনেকেই অস্ত্র প্রশিক্ষণ নিতেও শুরু করেছেন।
বৃহস্পতিবার ইউরোনিউজের এক প্রতিবেদনে সন্ত্রাস ঠেকাতে ব্রাজিলের কট্টর ডানপন্থী নেতা বলসোনারোর ‘বন্দুক নীতি’র কথা উঠে এসেছে।
মধ্য আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলে মাদক চোরাচালানের সঙ্গে সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড মহামারী আকার ধারণ করেছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দেশটিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ৬৪ হাজার নিরীহ নাগরিক। চলতি বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত নির্বাচনের মধ্যদিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলসোনারো।
নির্বাচনের আগে থেকেই জনগণের নিরাপত্তা ও সুরক্ষার দিকটিতেই জোর দিয়ে আসছেন তিনি। নির্বাচনী প্রচারণার সময় ৬৩ বছর বয়সী বলসোনারো নিজেও সহিংসতার শিকার হন। ভিড়ের মধ্যে তার পেটে ছুরি হামলায় আহত হন তিনি।
আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচিত হওয়ার পর দিন এক ভাষণে তিনি বলেন, ‘যদি একজন ট্রাক চালকের কাছে অস্ত্র থাকে আর কেউ তার গাড়ি চুরির চেষ্টা করে তাহলে চোর মারা যাবে।
এ ঘটনায় চালককে শাস্তি দেয়া হবে না। এতে ব্রাজিলে অপরাধের পরিমাণ কমে আসবে।’ বলসোনারোর বিরুদ্ধে শুরু থেকেই বর্ণবাদ ও নারীবিদ্বেষের অভিযোগ রয়েছে।

মন্তব্যসমূহ