আইনশৃঙ্খলা বাহিনীকে কোটি কোটি টাকা ঘুষ দিচ্ছে সরকার: মান্না
আইনশৃঙ্খলা বাহিনীকে কোটি কোটি টাকা ঘুষ দিচ্ছে সরকার: মান্না
সোমবার জাতীয় প্রেসক্লাবে সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয় শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ অভিযোগ করেন।
মান্না অভিযোগ করে বলেন, ভোটের মাঠে ইতোমধ্যে সেনাবাহিনী নেমেছে। কিন্তু কেউ কি নিশ্চয়তা দিতে পারবেন, সেদিন কেউ ভোটারদের বাধা দেয়া হবে না। বরং ভোটে বাধা দেয়ার জন্য বাহিনীগুলোকে কোটি কোটি টাকা ঘুষ দিচ্ছে সরকার। তাদের কিনে নেয়ার চেষ্টা চলছে।
৩০ ডিসেম্বর গণতন্ত্রের লড়াই উল্লেখ করে মান্না বলেন, ৩০ ডিসেম্বর আমাদের নার্ভের লড়াই। এ লড়াইয়ে আমাদের জিততে হবে।
তিনি বলেন, যত বাধাই আসুক, নির্বাচন নামক ওই লড়াই আমাদের বুদ্ধির লড়াই, গণতন্ত্র রক্ষার লড়াই।
মানুষ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এমন মন্তব্য করে তিনি বলেন, মানুষ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই তারা বাহিনীগুলোর ওপর ভরসা করতে চায়।
দেশ আজ এক ঘোর অমানিশার মধ্যে নিপতিত মন্তব্য করে মান্না বলেন, জনগণ এই স্বৈরাচারের পতন দেখতে চায়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার মুস্তাহিদুর রহমান প্রমুখ।
সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে পক্ষে রাখতে সরকার কোটি কোটি টাকা ঘুষ দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।সোমবার জাতীয় প্রেসক্লাবে সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয় শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ অভিযোগ করেন।
মান্না অভিযোগ করে বলেন, ভোটের মাঠে ইতোমধ্যে সেনাবাহিনী নেমেছে। কিন্তু কেউ কি নিশ্চয়তা দিতে পারবেন, সেদিন কেউ ভোটারদের বাধা দেয়া হবে না। বরং ভোটে বাধা দেয়ার জন্য বাহিনীগুলোকে কোটি কোটি টাকা ঘুষ দিচ্ছে সরকার। তাদের কিনে নেয়ার চেষ্টা চলছে।
৩০ ডিসেম্বর গণতন্ত্রের লড়াই উল্লেখ করে মান্না বলেন, ৩০ ডিসেম্বর আমাদের নার্ভের লড়াই। এ লড়াইয়ে আমাদের জিততে হবে।
তিনি বলেন, যত বাধাই আসুক, নির্বাচন নামক ওই লড়াই আমাদের বুদ্ধির লড়াই, গণতন্ত্র রক্ষার লড়াই।
মানুষ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এমন মন্তব্য করে তিনি বলেন, মানুষ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই তারা বাহিনীগুলোর ওপর ভরসা করতে চায়।
দেশ আজ এক ঘোর অমানিশার মধ্যে নিপতিত মন্তব্য করে মান্না বলেন, জনগণ এই স্বৈরাচারের পতন দেখতে চায়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার মুস্তাহিদুর রহমান প্রমুখ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন