বিকেলে এরশাদের জরুরি সংবাদ সম্মেলন
বিকেলে এরশাদের জরুরি সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আজ ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলবেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।
নির্বাচনের তফসিল ঘোষণার পর সংসদের বিরোধীদল জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন সংবাদ সম্মেলন করা হয়নি যেখানে এরশাদ বক্তব্য রেখেছেন। এরই মধ্যে তিনি দলের মহাসচিব পরিবর্তন করেছেন।
গত ১৬ দিন পর গতকাল বুধবার দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। দ্রুত গাড়িবহরে চলে যান। এমনকি অপেক্ষমাণ সাংবাদিকরা তার গাড়ি দেখে এগিয়ে গেলেও চালক গাড়ি থামাননি।
অবশ্য দেশে আসা নিয়ে জাতীয় পার্টি থেকে একেক সময় একেক কথা বলা হয়েছিল। অবশেষে তিনি বুধবার রাতে দেশে আসেন।
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮
সিঙ্গপুরে দীর্ঘ ১৬ দিন চিকিৎসা থেকে দেশে ফিরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নির্বাচনের ঠিক আগ মুহুর্তে এরশাদের সংবাদ সম্মেলন ডাকায় অনেকেরই এ নিয়ে কৌতুহল রয়েছে। এরশাদের সংবাদ সম্মেলনে কোন চমক থাকছে কী?বৃহস্পতিবার বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আজ ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলবেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।
নির্বাচনের তফসিল ঘোষণার পর সংসদের বিরোধীদল জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন সংবাদ সম্মেলন করা হয়নি যেখানে এরশাদ বক্তব্য রেখেছেন। এরই মধ্যে তিনি দলের মহাসচিব পরিবর্তন করেছেন।
গত ১৬ দিন পর গতকাল বুধবার দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। দ্রুত গাড়িবহরে চলে যান। এমনকি অপেক্ষমাণ সাংবাদিকরা তার গাড়ি দেখে এগিয়ে গেলেও চালক গাড়ি থামাননি।
অবশ্য দেশে আসা নিয়ে জাতীয় পার্টি থেকে একেক সময় একেক কথা বলা হয়েছিল। অবশেষে তিনি বুধবার রাতে দেশে আসেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন