শেখ হাসিনাকে পূর্ণ সমর্থনের ঘোষণা এরশাদের

শেখ হাসিনাকে পূর্ণ সমর্থনের ঘোষণা এরশাদের

বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনাকে বোন সম্বোধন করে তাকে পূর্ণ সমর্থন-সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন এইচ এম এরশাদ।
অসুস্থতা নিয়ে নাটকীয়ভাবে সিঙ্গাপুর যাওয়ার পর সেখান থেকে ফিরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার বোন শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দিচ্ছি।
আমি নির্বাচনে বোন শেখ হাসিনাকে সর্বোত সহযোগিতা করব। ’
ঢাকার বারিধারায় নিজের বাড়িতে এই সংবাদ সম্মেলনে এরশাদ জানান, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের সিদ্ধান্তই মেনে চলবে। তিনি নিজেও ঢাকা-১৭ আসনে ভোট করা থেকে সরে দাঁড়াচ্ছেন।

মন্তব্যসমূহ