সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করার চেষ্টা করবেন না
সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করার চেষ্টা করবেন না
সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
নির্বাচনী মাঠে সেনাবাহিনীকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনী কোনো দলের নয়, তাদের কেউ বিতর্কিত করার চেষ্টা করবেন না।আজ সোমবার ফেনীর দাগণভূঞাঁয় মহাজোট মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের স্বার্থে দায়িত্ব পালনে জেলায় জেলায় অবস্থান নিয়েছে সেনাবাহিনী। একটি মহল সেনাবাহিনীকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। তাদের মনে রাখা উচিৎ সেনাবাহিনী কোনো দলের হয়ে কাজ করবে না, তাদের ভূমিকা থাকবে নিরপেক্ষ। বিএনপি নির্বাচন কমিশন, বিচার বিভাগকে বিতর্কিত করেছে এবং সেনাবাহিনীকেও বিতর্কিত করতে চাইছে।
জনসভায় আগতদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন যে করে তাকেই ভোট দেবেন।
এ সময় বিএনপির সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা শুধু কথা বলতে পারে, কাজ করতে পারে না। তারা বাঙালি জাতিকে কলা দেখিয়েছে, মুলা ঝুলিয়েছে, হাইকোর্ট দেখিয়েছে কিন্তু দেশের উন্নতির জন্য কিছু করতে পারেনি। আওয়ামী লীগ সরকার বিগত ১০ বছরে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। সামনে নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগ দেবে।
এ ছাড়াও মহাজোট মনোনীত প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, দাগনভূঞাঁ ও সোনাগাজীর উন্নয়নতে ত্বরান্বিত করতে হলে লাঙল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে সুসংহত করতে হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন