ঢাকাসহ সারাদেশে ১০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

জাতীয় - ঢাকাসহ সারাদেশে ১০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ 
৩০ ডিসেম্বর ভোটকে সামনে রেখে আইনশৃংখলা রক্ষার্থে ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ বিভাগ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে।এই বিভাগ থেকে জানানো হয়েছে, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপালনকারী নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মোতাবেক বিজিবি মোতায়েন করা হয়েছে। আজকের মধ্যেই ঢাকাসহ দেশব্যাপী ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। বিজিবির এসব সদস্য নির্বাচনী এলাকায় টহল দেবে। যেকোনো ধরণের নির্বাচনী সংঘাত ও সহিংসতা রোধে ব্যবস্থা নেবে।

মন্তব্যসমূহ