সম্পদে এগিয়ে আ.লীগ ও বিএনপির প্রার্থীরা

সম্পদে এগিয়ে আ.লীগ ও বিএনপির  প্রার্থীরা 


বিস্তারিত :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ঢাকা মহানগরীর প্রার্থীদের মধ্যে সম্পদের দিক দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরাই এগিয়ে। দলটির ১২ জন প্রার্থীর মধ্যে ১০ জন কোটিপতি। শরিক দলের তিন প্রার্থীও কোটিপতি। আর বিরোধী বিএনপির জোটের ১৫ প্রার্থীর মধ্যে ১১ জন কোটিপতি, এর মধ্যে বিএনপির প্রার্থী ৮ জন।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, রাজধানীর আসনগুলো থেকে নির্বাচনে অংশ নেওয়া সবচেয়ে সম্পদশালী প্রার্থী ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১১৫ কোটি ১৭ লাখ ৮৫ হাজার ৬০৭ টাকা। বার্ষিক আয় ১০ কোটি ৪ লাখ ৭৮ হাজার ৬২১ টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাজি মোহাম্মদ সেলিম। তাঁর সম্পদের পরিমাণ ৭০ কোটি ৬২ লাখ ৩৮ হাজার ২৪৬ টাকা। বার্ষিক আয় ১ কোটি ১৬ লাখ ৬২ হাজার ৭৪ টাকা। ঢাকা-১১ আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী এ কে এম রহমতুল্লাহ্র সম্পদের পরিমাণ ৬৪ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ২১৮ টাকা। বার্ষিক আয় ৪ কোটি ৩৫ লাখ ৯৯ হাজার ২০৮ টাকা।
আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে ঢাকা-১৭ আসনে প্রার্থী আকবর হোসেন পাঠান (ফারুক) এবং ঢাকা-১৮ আসনের প্রার্থী সাহারা খাতুন ছাড়া বাকি ১০ প্রার্থীর সম্পদের পরিমাণ কোটির ঘরে।
সম্পদের দিক দিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থীদের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন ঢাকা–৯ আসনের সাবের হোসেন চৌধুরী। তাঁর সম্পদের পরিমাণ ২১ কোটি ৪৩ লাখ ৮ হাজার ৫০০ টাকা। বার্ষিক আয় ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬২৮ টাকা। এরপর রয়েছেন ঢাকা–৫ আসনের প্রার্থী হাবিবুর রহমান। তাঁর সম্পদের পরিমাণ ১৭ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৬১৬ টাকা। বার্ষিক আয় ১ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ১৩৯ টাকা।
এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে ঢাকা-৪ আসনে সৈয়দ আবু হোসেনের সম্পদের পরিমাণ ৩ কোটি ৭০ লাখ ৮০ হাজার ৮২৯ টাকা। বার্ষিক আয় ২০ লাখ ৩৪ হাজার ৮ টাকা। ঢাকা-৬ আসনে কাজী ফিরোজ রশীদের সম্পদ ৮ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ২৫৬ টাকার। বার্ষিক আয় ৯৩ লাখ ৫৮ হাজার ২০২ টাকা। ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মিত্র বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সম্পদ ১ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ৩৩৭ টাকা। বার্ষিক আয় ১২ লাখ ৯২ হাজার ৩৯২ টাকা। 

মন্তব্যসমূহ