আ'লীগ ক্ষমতা হারানোর ভয়ে আছে : চরমোনাই পীর

আ'লীগ ক্ষমতা হারানোর ভয়ে আছে : চরমোনাই পীর

১৬ ডিসেম্বর ২০১৮,

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানো নিয়ে শঙ্কিত। তাদের এক নেতা বলেছেন, ক্ষমতায় আসতে না পারলে এক দিনে এক লাখ লোক মারা যাবে। আমরা বলতে চাই ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে সবাই অবাধে শান্তিতে বসবাস করবেন।
তিনি রোববার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী বিসমিল্লাহ চত্তরে এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন। পিরোজপুর-২ আসনে তার দলের প্রার্থীর সমর্থনে আয়োজিত পথসভায় চরমোনাই পীর হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, হাত পাখা প্রতীক শান্তির প্রতিক।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি পালায়, আবার বিএনপি এলে আওয়ামী লীগ পালায়। মানুষ অশান্তিতে বসবাস করে। তিনি বলেন, দুনিয়ার শান্তি আর আখেরাতের মুক্তির জন্য ইসলামের পক্ষে রায় দিন। যতই হুমকি আসুক আল্লাহকে ভয় করুন, আল্লাহ হেফাজাত করবেন। সভায় এ আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদও বক্তব্য রাখেন। এর আগে দলের চরমোনাই পীর মঠবাড়িয়ায় পিরোজপুর- ৩ আসনের হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা ছগির হোসাইনের সমর্থনে দুপুরে এক সমাবেশে বক্তব্য রাখেন।

মন্তব্যসমূহ