পোস্টগুলি

2018 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিদায় ২০১৮, স্বাগত ২০১৯

ছবি
বিদায় ২০১৮, স্বাগত ২০১৯ মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯ মহাকালের আবর্তে বিলীন হয়েছে আরো একটি বছর-২০১৮। এ বছরের সব দুঃখ-বেদনা ভুলে আজ দিবাগত মধ্যরাতে বিশ্বের সাথে বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে বরণ করছে ২০১৯ সালকে। সারা বিশ্বের মানুষ রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে ইংরেজি নববর্ষ ২০১৯ সালকে স্বাগত জানাবে। বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে নতুন ইংরেজি বছরকে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষ ২০১৯ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা ইংরেজি নতুন বছর উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে ইংরেজি নববর্ষে বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে বাংলাদেশ অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন। তিনি বলেন, ‘নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। খ্রিস্টীয় নববর্ষ ২০১৯ সবার জীবনে অনাবিল আনন্দ ও কল্যাণ বয়ে আনুক ।’ প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়ন, সংবিধান ...

আন্তর্জাতিক গণমাধ্যমে আওয়ামী লীগের জয়

আন্তর্জাতিক গণমাধ্যমে আওয়ামী লীগের জয় BBC news  মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯ ভোট গ্রহণ শেষে ফল ঘোষণাও সম্পন্ন বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের। ফল অনুসারে শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয় মেয়াদের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি এ নির্বাচন নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যমেও। বিশ্বের প্রভাবশালী সব সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে বাংলাদেশের নির্বাচনের খবরাখবর। আজ সোমবার আন্তর্জাতিকভাবে প্রভাবশালী সংবাদমাধ্যম রয়টার্সে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রকাশিত সংবাদের শিরোনাম দেওয়া হয়েছে, ‘শেখ হাসিনার বিজয় সুরক্ষিত, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের’।সিএনএন লিখেছে, ‘বাংলাদেশে নির্বাচনী সহিংসতার মাঝে তৃতীয় দফা বিজয় হাসিনার’। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিতে বলা হয় ‘বাংলাদেশের নির্বাচন : প্রধানমন্ত্রী হিসেবে নতুন দফায় নির্বাচিত শেখ হাসিনা’। এ ছাড়া দেশটির আরেক পত্রিকা দ্য গার্ডিয়ান লিখেছে, ‘বাংলাদেশের নির্বাচনে বিপুল ভোটে প্রধানমন্ত্রী হাসিনার জয়, প্রহসন দাবি করে বিরোধীপক্ষের প্রত্যাখ্যান’। নির্বাচন নিয়ে সরব যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন পত্রপ...

যেসব কারণে নির্বাচনে বিএনপির পরাজয়

ছবি
যেসব কারণে নির্বাচনে বিএনপির পরাজয় মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরম পরাজয়ে বিএনপিতে বিরাজ করছে রাজ্যের হতাশা। নির্বাচন কমিশনের সর্বশেষ ঘোষিত ফলাফলে দলটির নেতৃত্বাধীন জোট মাত্র সাতটি আসনে জয়লাভ করেছে। কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলটির কেন এ ফল বিপর্যয় তা নিয়ে সর্বত্রই চলছে আলোচনা। দলটির নেতাকর্মীরাও পরাজয়ের নেপথ্যে নানা কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। বিএনপির নীতিনির্ধারক থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, এ নির্বাচনে পরাজয়ের পেছনে প্রশাসনের সহায়তায় ক্ষমতাসীন দলের ভোট কারচুপি ও অনিয়মই দায়ী। কিন্তু এটাকে পরাজয়ের একমাত্র কারণ মানতে নারাজ অনেকেই। সংশ্লিষ্টরা মনে করেন, সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের অভাব, যোগ্য প্রার্থী দিতে ব্যর্থতা, অভ্যন্তরীণ কোন্দল, মামলা-হামলায় বিপর্যয়, এজেন্ট দিতে না পারা, বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেয়াসহ অন্তত দশটি কারণে ভোটে বিএনপির বিপর্যয় হয়েছে। দলটির নীতিনির্ধারকরা ইতিমধ্যে এ পরাজয়ের কারণ খুঁজে বের করার উদ্যোগ নিয়েছেন। সংশ্লিষ্ট আসনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের আসনভিত্তিক পরাজয়ের কারণ ...

বিরোধীদের দুর্বলতাই তাদের পরাজয়ের কারণ : শেখ হাসিনা

ছবি
বিরোধীদের দুর্বলতাই তাদের পরাজয়ের কারণ : শেখ হাসিনা সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদের বিভ্রান্তি এবং ভুল রোববারের নির্বাচনে তাদের ভরাডুবির জন্য দায়ী। তিনি বলেন, তিনি সকলের প্রধানমন্ত্রী হিসেবেই আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। ‘এটি একটি প্রশংসাযোগ্য এবং স্বচ্ছ নির্বাচন ছিল। কিন্তু বিএনপি’র নিজস্ব ভুল এবং দুর্বলতার কারণেই তাদের ভরাডুবি হয়েছে,’ যোগ করেন তিনি। শেখ হাসিনা সোমবার বিকেলে গণভবনে নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বিএনপি’র নেতৃত্বের শূন্যতার প্রসংগ টেনে বলেন, এটাই ছিল তাদের প্রধানতম দুর্বল দিক। কারণ তাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে এবং ভারপ্রাপ্ত প্রধান পলাতক তারেক রহমানও বিদেশে অবস্থান করছেন। কারণ ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে আদালত তাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। ‘জনগণ জানেই না বিরোধী দলের নেতা কে, যদিও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বিরোধী ঐ...
ছবি
‘ চাচি বাড়িত যাও, তোমার ভোট হয়া গেইচে’ সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮ রংপুর-৪ আসনের পীরগাছা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ভোটার মমেনা বেগম জানান, আমি দুপুরে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়াই। এ সময় ভেতর থেকে কয়েকটা ছেলে এসে বলে, ‘চাচি তোমরা বাড়িত যাও। তোমার ভোট হয়া গেইচে। তখন আমি বলি, তোমার কেমন করি জাইনলেন, আমার ভোট হয়ে গেচে। তখন ছেলেগুলো বলে, তোমরা বেশি কথা কন না তো, বাড়ি যাও। আমি বাড়ি চলে আসি।’ তিনি বলেন, ‘কিছুক্ষণ পর ছেলেগুলা এসে আমাকে আবার ভ্যানোত করি কেন্দ্রত নিয়া যায়। তারপর আঙুলের মাথায় কালি দিয়া বলে তোমরা এ্যলা বাড়ি যাও। ফ্যাদলা পারেন না। আমি বাড়ি আসি চিৎকার চেঁচামেচি করি, মোর ভোট ক্যান ওমরা দিল। তখন পাশের বাড়ির একজন আওয়ামী লীগের ন্যাতা আসি হামাক ৫০০ টাকা দিয়া কয়, বাহে তোমরা আর চিৎকার করেন না তো।’ এই মহিলা ভোটার জানান, বিষয়গুলা হামার ভালো লাগে নাই। মুই ওমার ট্যাকা ওমাক ঘুড়ি দেওয়ার জন্য খুইজবার নইচ্চম।’ এ দিকে বদরগঞ্জ চৌধুরীপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটার রাবেয়া বেগম জানান, পরপর দুইবার আমি নম্বর নিয়ে বুথে গেছিলাম। কিন্তু আমি ভোট দিতে পারিনি।

যেভাবে নির্বাচনের ফলাফল জেনেছেন খালেদা জিয়া ।

ছবি
যেভাবে নির্বাচনের ফলাফল জেনেছেন খালেদা জিয়া । ছবি: সংগৃহীত  রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৮ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার কারণে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটধিকার প্রয়োগ করতে পারেননি। তবে তিনি ভোট দিতে না পারলেও কারাগারে বসে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সারাদেশে অনুষ্ঠিত নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানার চেষ্টা করেছেন। যদিও বাংলাদেশ টেলিভিশন দেখতে তার আগ্রহ কম বলে আগেই তিনি কারা কর্মকর্তাদের জানিয়ে দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালেদা জিয়া নির্জন কারাগারের ডেয়ার কেয়ার সেন্টারের দ্বিতীয় তলায় বন্দীজীবন কাটছে। তার সাথে তার নিজস্ব গৃহপরিচারিকা ফাতেমা বেগম রয়েছেন। তার দৈনন্দিন খাবার সরবরাহ ও সার্বিক নিরাপত্তায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ডেপুটি জেলারের নেতৃত্বে প্রায় ১০ জন নারী কারারক্ষী ভেতরে পালাক্রমে ডিউটি করছেন। তার প্রতি বেলার খাবার দেয়ার আগে কারা ডাক্তার পরীক্ষা করে তারপরই সরাবরাহ করছেন। শুধু খাবার পরীক্ষা নয়, তার স্বাস্থ্য পরীক্ষা জন্য ...

ইভিএমের ৬ আসনেই মহাজোটের জয়

ছবি
ইভিএমের ৬ আসনেই মহাজোটের জয় ছবি: সংগৃহীত  সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া দেশের ছয়টি আসনেইআওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জয় পেয়েছে। ইভিএমের আসনগুলো হলো ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ এবং সাতক্ষীরা-২। এর মধ্যে #ঢাকা-৬ আসনে লাঙল প্রতীক নিয়ে জয় পেয়েছেন মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের সুব্রত চৌধুরীকে প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। #ঢাকা-১৩ আসনে বিএনপির আবদুস সালামকে হারিয়ে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান। #রংপুর-৩ আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বিএনপির রিটা রহমানকে লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়েছেন। #চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। #খুলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জুকে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শেখ সালাহউদ্দিন জুয়েল। #সাতক্ষীরা-২ আসনে বিএনপির মুহাম্মা...

সোমবার বিকেল ৪টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ।

ছবি
সোমবার বিকেল ৪টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক । সোমবার,৩০ ডিসেম্বর ২০১৮ নির্বাচন পরবর্তী করণীয় নিয়ে সোমবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। বিকেল ৪টায় এই বৈঠক হবে গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে। একই জায়গায় সন্ধ্যা ৬টায় ২০ দলীয় জোটের বৈঠক হবে। বিএনপির পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়ছে। এদিকে রোববার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নির্বাচনকে প্রহস উল্লেখ করে নতুন করে নির্বাচন দাবি করেছেন। তিনি বলেছেন এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে পাঁচ বছর আগে নির্বাচনে তাদের অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঠিকই ছিল।

এমন নির্বাচন নিয়েও গর্ববোধ করেন ইসি সচিব !

ছবি
এমন নির্বাচন নিয়েও গর্ববোধ করেন ইসি সচিব ! সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮ বিরোধী দলের প্রত্যাখ্যানের নির্বাচন নিয়েও গর্ববোধ করেন বলে জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। দেশের ২২টি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্র্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। গতকাল রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন এসব কথা বলেন। তিনি আরো বলেন, সারা দেশের ২২টি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। তবে দেশজুড়ে কিছু সহিংস ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন। বিরোধী দলের প্রত্যেকটি অভিযোগ তদন্ত করে নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশানার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এদিকে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা উত্তরায় ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কেন্দ্রে বিএনপির এজেন্ট কেন ছিল না সেটা তাদের বিষয়। এটি তাদেরকেই জিজ্ঞেস করতে হবে। এ সময় তিনি সাংবাদিকদের তোপের মুখে পড়েন। অন্যদিকে সকালে ইস্কাটনে ভোট দিতে গিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জানান, তিনি যে কেন্দ্রে ভোট দেন...

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ ফলাফল

ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ ফলাফল সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সর্বশেষ ফলাফল.... একাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ ও গণনা শেষে বিভিন্ন আসনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। ক্ষমতাসীন জোট  বিপুল ব্যাবধানে এগিয়ে আছে।

বিভিন্ন কেন্দ্রে বিজয়ী হলেন যারা

ছবি
বিভিন্ন কেন্দ্রে বিজয়ী হলেন যারা রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। বেসরকারি ফলাফলে জয়ী প্রার্থীরা হলেন- ঢাকা বিভাগ গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া): শেখ হাসিনা (আওয়ামী লীগ, নৌকা)। নরসিংদী-২ (পলাশ): ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ (আওয়ামী লীগ, নৌকা)। মাদারীপুর-৩: আব্দুস সোবহান গোলাপ (আওয়ামী লীগ, নৌকা)। মাদারীপুর- ১: নুর ই আলম চৌধুরী লিটন (আওয়ামী লীগ, নৌকা)। কিশোরগঞ্জ-৫: আফজাল হোসেন (আওয়ামী লীগ, নৌকা)। মাগুরা-১: সাইফুজ্জামান শিখর (আওয়ামী লীগ, নৌকা)। মাগুরা-২: বীরেন শিকদার (আওয়ামী লীগ, নৌকা)। জামালপুর-৩ মির্জা আজম (আওয়ামী লীগ, নৌকা)। রাজশাহী বিভাগ নাটোর-৩ (সিংড়া): জুনাঈদ আহমেদ পলক (আওয়ামী লীগ, নৌকা)। নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট): শহিদুজ্জামান সরকার (আওয়ামী লীগ, নৌকা)। নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর): ইসরাফিল আলম (আওয়ামী লীগ, নৌকা)। বগুড়া-১: আব্দুল মান্নান (আওয়ামী লীগ, নৌকা)। বগুড়া-৫ হাবিবর রহমান (আওয়ামী লীগ, নৌকা)। বগুড়া-৪ মোশারফ হোসেন (বিএনপি, ধানের শীষ)। দিনাজপুর-৬ শিবলী সাদিক (আওয়ামী লীগ, ...

ফলাফল প্রত্যাখ্যান ও পুনঃনির্বাচনের দাবি ঐক্যফ্রন্টের

ছবি
ফলাফল প্রত্যাখ্যান ও পুনঃনির্বাচনের দাবি ঐক্যফ্রন্টের রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে একটি নির্দলীয় সরকারের অধীনে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রবিবার সন্ধ্যা ৮টার দিকে বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল। ড. কামাল বলেন, আমাদের প্রার্থীদের বেশিরভাগই ভোটের ফলাফল প্রত্যাখ্যান করায় আমরাও সার্বিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল প্রত্যাখ্যান করছি। এবং নির্বাচন কমিশনের প্রতি আহবান জানাচ্ছি, একটি নির্দলীয় সরকার গঠন করে তার অধীনে পুনরায় ভোট গ্রহণ করা হোক। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আ স ম আবদুর রব, জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়িতে কড়ানিরাপত্তায় ভোট গ্রহণ শেষ চলছে গণনা

ছবি
খাগড়াছড়িতে কড়ানিরাপত্তায় ভোট গ্রহণ শেষ চলছে গণনা রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকছড়ির ১৬টি ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি ও আওয়ামী লীগ নেতাকর্মীর উৎসবমুখর সমাগমে এবং প্রশাসনের নিরাপত্তার মধ্য ভোট গ্রহণ শেষ। চলছে গণনা। ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, উপজেলার ১৬টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৪৩ হাজার ৫২৯জন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ৮১৭ জন এবং মহিলা ২১ হাজার ৭১২ জন। সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে নারী-পুরুষের ব্যাপক সমাগমে ভোট গ্রহণ শুরু হয়েছে। যদিও ৮৩ বুথের সবক’টিতে বিএনপির এজেন্টের উপস্থিতি চোখে পড়েনি। বেশিরভাগ বুথে এজেন্ট থাকলেও তারা ছিল নিরব। তবে কোন কেন্দ্রে বিএনপির শীর্ষস্থানীয় নেতা কিংবা সক্রিয় কর্মী চোখে পড়েনি। বিএনপি সমর্থকরা ভোট কেন্দ্রে গেলেও কোন হাক-ডাক ছাড়াই নিরবে ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করেছে। ফলে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুরুষের চেয়ে মহিলা ভোটার উপস্থিতি ছিল বেশি। সকাল থেকেই নারী-পুরুষ ভোটাররা শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রে এসেছেন। সুস্থ ও স্বাভাবিক ভোটারের পাশাপাশি প্রতিবন্ধী ভোটরদেরকে ভোট দিতে কেন্দ্র আসতে দেখা গ...

কক্সবাজার-১ : ‘কেন্দ্র দখল, এজেন্টদের ওপর হামলা|

ছবি
কক্সবাজার-১ : ‘কেন্দ্র দখল, এজেন্টদের ওপর হামলা| রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮  কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে চকরিয়া ও পেকুয়া উপজেলার ১১০টি ভোট কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন এই আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এ্যাডভোকেট হাসিনা আহমদ। একই সাথে অধিকাংশ ভোট কেন্দ্রেই গুলিবর্ষণ করে আতংক সৃষ্টি করে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়া হচ্ছে। হাসিনা আহমদ সাংবাদিকদের অভিযোগ করেন, ভোট শুরুর আগেই শনিবার রাতে আওয়ামী লীগ প্রার্থী জাফর আলম প্রশাসনের সহায়তায় ব্যালট ছিঁড়ে বাক্সে ভরা হয়েছে। তিনি বলেন, চকরিয়া ও পেকুয়া উপজেলার অন্তত ৫০টি কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ওই সময় পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের হামলায় অর্ধশতাধিক এজেন্ট রক্তাক্ত আহত হয়েছেন। তাঁর মতে, চকরিয়া পেকুয়ার অন্তত ৬০টি ভোট কেন্দ্র দখল করে নৌকার ব্যালটে সিল মারছে আওয়ামী লীগের ক্যাডার ও নির্বাচনী কর্মকাণ্ডে থাকা সহকারি প্রিসাইডিং কর্মকর্তারা। হাসিনা আহমদের অভিযোগ, প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের কাছ থেকে সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। কোন কোন কেন্...

বান্দরবানে কেন্দ্রে কেন্দ্রে ফাঁকা গুলিবর্ষণ, আটক ২

ছবি
বান্দরবানে কেন্দ্রে কেন্দ্রে ফাঁকা গুলিবর্ষণ, আটক ২ রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮ বান্দরবানের বেশ কয়েকটি কেন্দ্রে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ ও টিয়ারসেল নিক্ষেপ করেছে। বেলা ১২ টার দিকে বান্দরবান সদরের বালাঘাটা হাফেজ ঘোনা, বাস স্টেশন ও শহর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অন্যদিকে আলীকদম উপজেলার কয়েকটি কেন্দ্রে গলোযোগ হয়েছে বলে জানা গেছে। এ সময় আতংকে ভোটারা ভোটকেন্দ্র থেকে বের হয়ে যায়। জানা যায়, দুপুরে পরও জেলার অধিকাংশ ভোটকেন্দ্রগুলো ফাঁকা ছিল। জেলার লামা, আলীকদম, নাইক্ষংছড়িসহ অধিকাংশ এলাকায় একই ধরনের চিত্র পাওয়া গেছে। ভোটারারা জানান, সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত বান্দরবানে ভোটের পরিবেশ স্বাভাবিক ছিল। পরে কেন্দ্রগুলোতে গলোযোগ শুরু হয়। এদিকে রোয়াংছড়ি সদরে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর একটি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে দুর্বত্তরা। সেখানে পোস্টারও ছিড়ে ফেলা হয়। জেলার আলীকদম ও নাইক্ষ্যংছড়ি থেকে মোঃ জালাল ও মোঃ জাকিউল নামে পুলিশ ২ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। এছাড়া শহরের বাস স্টেশন কেন্দ্রে আহত হয়েছে মোঃ ইসমাইল নামে এক বিএনপি নেতা। লামায় ভোট দিতে না পেরে বিএনপির নেতাকর্মী ও সমর্...

২২ কেন্দ্রে ভোট স্থগিত

ছবি
২২ কেন্দ্রে ভোট স্থগিত রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন সংঘাত, সহিংসতার কারণে সারা দেশে মোট ২২টি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। সারা দেশে ২৯৯ আসনে মোট ৪০ হাজার ৫১টি কেন্দ্রে রবিবার এই ভোটগ্রহণ হয়। এই হিসেবে বাতিল হওয়া কেন্দ্রের সংখ্যা ০.০৫ শাতাংশের মত। ভোট ঘিরে সহিংসতায় দেশের ১১ জেলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর এসেছে সারা দিনে, যাদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী। তারপরও আওয়ামী লীগ এ নির্বাচনকে ‘সংঘাতহীন’ বলছে। অন্যদিকে বিএনপি সারাদেশে কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়াসহ কারচুপির অভিযোগ এনেছে; বিভিন্ন আসন থেকে ধানের শীষের প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণা এসেছে।

আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ

ছবি
আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল ৩০ ডিসেম্বর, রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হবে। স্থগিত হওয়া গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ করা হবে ২৭ জানুয়ারি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা। শুক্রবার কমিশন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘সর্বাধিক সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। উৎসবমুখর ভোট হবে এটাই আশা। ’ তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানান। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, নির্বাচনি সকল মালামাল ইতোমধ্যে মাঠপর্যায়ে পৌঁছে গেছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে ৬ লাখ ৮ হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। শুক্রবার সন্ধ্যায় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ব্রিফিংয়ে তিনি ব...

সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেপ্তার আওয়ামীরাঃ ১৭ জনের মার্কিনী ভিসা বাতিল

ছবি
সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেপ্তার আওয়ামীরাঃ ১৭ জনের মার্কিনী ভিসা বাতিল ছবি: সংগৃহীত শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮ দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যরা তাদের টহল ও তল্লাশি জোরদার করার পর থেকেই সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী ও জঙ্গিদের গ্রেপ্তার হতে শুরু করেছে। এদিকে গতকাল ৭ জন আমেরিকানকে বাংলাদেশে ঢুকতে না দেয়ায় ১৭ জন বাংলাদেশির ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। রাজধানীর মোহাম্মদপুর থানা যুবলীগ সাধারণ সম্পাদক নাসিম বাহার অস্ত্র সহ সেনা বাহিনীর হাতে আটক হয়েছে। পাবনা-৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির অন্যতম নেতা হাবিবুর রহমান হাবিব এর উপর হামলাকারী মন্ত্রী শামসুর রাহমান শরিফ ডিলুর পুত্র তমাল ও তার সতেরো সহযোগী অত্যাধুনিক অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। বাগেরহাটে জনৈক ইউপি চেয়ারম্যানকে সেনাবাহিনী শীতের রাতে পুকুরে দীর্ঘক্ষণ থাকতে বাধ্য করেছে। এদিকে বিশ্বস্ত সুত্রে জানা গেছে, ঢাকায় বিমানবন্দর থেকে ৭ জন আমেরিকান নাগরিককে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠানোয় দেশটি ক্ষুব্ধ হয়ে ১৭ জন বাংলাদেশী উচ্চ পদস্থ কর্মকর্তার আমেরিকান ভিসা বাতিল করে দিয়েছে...

শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসছেন

ছবি
শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসছেন                      ছবি: সংগৃহীত শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮ বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসছেন বলে বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন ম্যাগাজিন টাইমের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে তুলে আনায় শেখ হাসিনা আবার ক্ষমতায় আসছেন। দুই মেয়াদে তার সরকারের ব্যাপক উন্নয়নযজ্ঞের ফলে এবারের নির্বাচনেও ভোটাররা আওয়ামী লীগকেই বেছে নেবেন। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রক্তক্ষয়ী নির্বাচনী প্রচারের পরও পরিস্থিতি শেখ হাসিনার অনুকূলে রয়েছে। চলমান পরিস্থিতিকে বিরোধীদলীয় নেতারা দেশটির ৪৭ বছরের ইতিহাসে ‘সবচেয়ে বেশি শ্বাসরুদ্ধকর’ বলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে এবারের নির্বাচনী প্রচারে বরাবরের মতো ‘ভারত ইস্যু’ দেখা যায়নি বলে ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম ব্লমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতির উচ্...

যাযা যা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া যাবে না...

ছবি
যাযা যা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া যাবে না...                      ছবি,সংগৃহীত  শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮ ভোটের উত্তেজনা শুরু হয়ে গেছে। ভোটকেন্দ্রে যাওয়ার ব্যাপারে ক্ষণগণনা শুরু করে দিয়েছেন ভোটাররা। আগামী ৩০ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে সবাই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। এবার ভোট দিতে যাওয়ার ব্যাপারে বেশ কিছু নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে যাওয়ার সময় প্রত্যেকক ভোটারকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। ৩০ তারিখ ভোট দিতে যাওয়ার সময় বেশকিছু জিনিস সাথে করে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। দেখে নিন কী কী সেইসব জিনিস- ভোটকেন্দ্রে কোনো ধরনের দাহ্য পদার্থ সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। লাইটার, ম্যাচ, ধারালো বস্তু, ব্যাগ সঙ্গে রাখা পুরোপুরি নিষিদ্ধ। মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে না। ক্যামেরা বা এ জাতীয় কিছু সঙ্গে রাখতেও নিষেধাজ্ঞা রয়েছে। ভোটকেন্দ্রে কোনো ধরণের ছবি তোলা যাবে না। নিজের ছবি, সেলফি বা অন্য সব কিছুর ছবিও এর মধ্যে অন্তর্ভুক্ত।  কেন্দ্র থেকে চেকইন দেয়াও নিষিদ্ধ করা হয়েছে। ভোট দিতে গিয়ে কেন্দ্র থ...

যে কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

ছবি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী                      প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোট দেবেন। প্রসঙ্গত, ধানমণ্ডি সুধাসদনের বাসার ঠিকানায় ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবে তার ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ কেন্দ্র। এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি শেখ হাসিনা ওই কেন্দ্রে ভোট দেন।

সারা দেশে ১০ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

ছবি
সারা দেশে ১০ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা                        ফাইল ছবি শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের আগের দিন মধ্যরাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত সারা দেশে প্রায় সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। এছাড়া ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্তও মোটরসাইকেল চলাচলে ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে প্রকাশিত নির্বাচনী তথ্যকণিকা-২৪-এ এসব নির্দেশনা জারি করা হয়েছে। নির্বাচনী তথ্যকণিকার তথ্য অনুসারে, ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ১০ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যানবাহনগুলোর মধ্যে রয়েছে বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন। এছাড়া ২৮ ডিসেম্বর রাত ১২টা থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও স্পিডবোট ইত...

ভোট দেয়ার নিয়ম

ছবি
ভোট দেয়ার নিয়ম                          ছবি সংগৃহীত  শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র বাকি এক দিন। কিন্তু অনেকে ভোট দেয়ার নিয়ম সম্পর্কে জানেন না। বিশেষ করে যারা তরুণ ভোটার তাদের ভোটের নিয়ম জানা জরুরি। আসুন জেনে নেই ভোট দেয়ার নিয়ম। ভোট স্লিপ আবশ্যক ভোটকেন্দ্রে আপনার সঙ্গে ভোট স্লিপ অবশ্যই থাকতে হবে৷ ওয়ার্ড কাউন্সিল থেকে আপনার বাড়িতে সেই স্লিপ পৌঁছে গেছে ইতিমধ্যে৷ অনেক এলাকায় প্রার্থীরা স্ব-উদ্যোগে তা সরবরাহ করেছেন৷ যদি না পেয়ে থাকেন, তবে নিজ এলাকার ওয়ার্ড কাউন্সিলে গিয়ে খোঁজ করুন৷ অথবা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান কার্যালয়ে আছে আপনার ভোট স্লিপ৷ সংগ্রহ করে নিন৷ ভোট দিতে জাতীয় পরিচয়পত্র লাগবে না জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যাবে না এ ধারণা ঠিক নয়।তাই ভোটার আইডি বা স্মার্ট কার্ড হারিয়ে গেছে বলে ভোট দিতে যাবেন না, এমন ভাবনা থেকে বের হয়ে আসুন৷ তবে ইভিএম এ ভোট দিতে গেলে ভোটার আইডি কার্ড নিয়ে যাওয়া উত্তম নতুবা আঙুলের ছাপ দিয়ে আপনাকে পরিচয় নিশ্চিত ...

রাজধানীর পল্টনে নির্বাচনের ২২০টি নকল সিল জব্দ

ছবি
রাজধানীর পল্টনে নির্বাচনের ২২০টি নকল সিল জব্দ    রাজধানীর পল্টনে নির্বাচনের ২২০টি নকল সিল জব্দ। শুক্রবার,  ২৮ ডিসেম্বর ২০১৮ রাজধানীর পল্টন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২২০টি নকল সিল জব্দ করা হয়েছে। র‌্যাব-৩ এসব নকল সিল উদ্ধার করে। এ সময় সালাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকালে কমরেড মণি সিংহ সড়কের 'মদিনা মেটালিক' নামক দোকানে এ অভিযান চালিয়ে এসব সিল জব্দ করা হয়। র‌্যাব সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য নকল সিল তৈরি ও বিক্রি করা হচ্ছে। গোয়েন্দা তথ্যে এমন খবর জানা যায়। এরপর তথ্যের সত্যতা যাচাইয়ে পল্টনের কমরেড মণি সিংহ সড়কে গেলে অভিযুক্ত সালাউদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। এ সময় তাকে গ্রেফতার এবং নকল সিলগুলো জব্দ করা হয়।

জামান টাওয়ারের আগুন উদ্দেশ্যেপ্রণোদিত: ঐক্যফ্রন্ট

ছবি
জামান টাওয়ারের আগুন উদ্দেশ্যেপ্রণোদিত: ঐক্যফ্রন্ট                 ছবি: সংগৃহীত শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮ রাজধানীর পুরানা পল্টনে প্রিতম জামান টাওয়ারে লাগা আগুনের ঘটনাকে উদ্দেশ্যেপ্রণোদিত বলে দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার আগুন লাগার পর এ অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম। তিনি বলেন, জামান টাওয়ারে ৮ তলায় আগুন লেগেছে। ঐক্যফ্রন্টের অফিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে আমরা মনে করছি এটি উদ্দেশ্যমূলক! ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার জন্য এটি উদ্দেশ্যেপ্রণোদিত বলে ধারণা করছি। লতিফুল বারী দাবি করেন, আগুনের কারণে ভবনের বিদ্যুৎ, পানি, ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে, লিফট বন্ধ করে দেয়া হয়েছে। এটি একটি অজুহাত তৈরি করার জন্য বলে মনে হচ্ছে। আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার শাহাদাত হোসেন জানান, দুপুর ২টা ৪০ মিনিটে ভবনটির নবম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জান...

সেনাবাহিনীকে মাঠে নামিয়ে তাদের হাত-পা বেঁধে রেখেছেন

ছবি
 সেনাবাহিনীকে মাঠে নামিয়ে তাদের হাত-পা বেঁধে রেখেছেন   : রিজভী । voicemedia24.com শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮ সেনাবাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সেনাবাহিনীকে মাঠে নামিয়ে তাদের হাত-পা বেঁধে রেখেছেন প্রধান নির্বাচন কমিশনার। তাদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না। আর এসবই হচ্ছে প্রধানমন্ত্রীর ইশারায় ও সিইসির তত্ত্বাবধানে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডাররা গতকাল দেশের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের মিছিলে বাধা দিয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, সর্বজনবিদিত যে, আওয়ামী লীগ এমন দল যেটি একটি উন্নতমানের মিথ্যা প্রডাকশন কেন্দ্র। প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা করেছে কে? গয়েশ্বর চন্দ্র রায়কে আঘাত করে রক্তাক্ত করেছে কে? ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও রোমানা মাহম...

শিবিরের ছেলেদের এজেন্ট করতে চাইছেন মেজর হাফিজ, অডিও ফাঁস

ছবি
শিবিরের ছেলেদের এজেন্ট করতে চাইছেন মেজর হাফিজ, অডিও ফাঁস শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮ ভোলা-৩ আসনের ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ পোলিং এজেন্ট সংকটে ভুগছেন। ধরপাকড় ও হামলা-মামলার ভয়ে বহু কেন্দ্রে এজেন্ট দিতে পারছেন না বিএনপির এ ভাইস চেয়ারম্যান। এমতাবস্থায় তিনি জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের ছেলেদের এজেন্ট করার কথা ভাবছেন। এ জন্য তিনি নির্বাচনী এলাকার জামায়াতের আমিরের সঙ্গে যোগাযোগ করেছেন। এমন একটি অডিও ফাঁস হয়েছে। ফাঁস হওয়া অডিওতে শফিকুল হক নামে এক জামায়াত কর্মীর সঙ্গে এজেন্ট ঠিক করা নিয়ে শলাপরামর্শ করতে শোনা গেছে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে। তবে অডিওর কণ্ঠটি মেজর হাফিজের কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অডিও কথোপকথন হুবহু তুলে ধরা হল- মেজর হাফিজ: হ্যালো মোহাম্মদ শফিকুল হক: স্লামালিকুম মেজর হাফিজ: তোমাদের আমিরকে ফোন করি, ফোন ধরে না তো... শফিকুল হক: ওহ, হের তো মা মারা গেছে কাল রাতে মেজর হাফিজ: আচ্ছা শফিকুল হক: হে গোপনে, অনেক কৌশলে গেছে, কাল মাটি দিয়ে আসছে, আবার আজকে গেছে। মেজর হাফিজ: ওওও, এরে একটু আসতে বলো দেখা করার জন্য, আর এজেন্ট দেয়ার ব্যবস্...

ঘরে ঘরে বন্দুক দেবে ব্রাজিল

ছবি
ঘরে ঘরে বন্দুক দেবে ব্রাজিল                      ছবি: সংগৃহীত শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮ সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি আর চুরি-ডাকাতি প্রতিরোধ করতে চান ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। আর এ অভিনব উপায় বের করেছেন তিনি। ঘরে ঘরে মানুষের হাতে বন্দুক দেবেন তিনি। প্রয়োজনে প্রচলিত বন্দুক আইন সংশোধন করবেন তিনি। জনগণ যাতে নিজেরাই নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারে সেই ব্যবস্থাই করবেন বলেও জোর দিচ্ছেন তিনি। বলছেন, অপরাধের জবাব বন্দুক দিয়েই দিতে হবে। নতুন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে তার সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ইতিমধ্যে তাদের অনেকেই অস্ত্র প্রশিক্ষণ নিতেও শুরু করেছেন। বৃহস্পতিবার ইউরোনিউজের এক প্রতিবেদনে সন্ত্রাস ঠেকাতে ব্রাজিলের কট্টর ডানপন্থী নেতা বলসোনারোর ‘বন্দুক নীতি’র কথা উঠে এসেছে। মধ্য আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলে মাদক চোরাচালানের সঙ্গে সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড মহামারী আকার ধারণ করেছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দেশটিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ৬৪ হাজার নিরীহ না...