দৈনিক ১৫টা করে মিথ্যা বলেন ট্রাম্প

দৈনিক ১৫টা করে মিথ্যা বলেন ট্রাম্প

০২  জানুয়ারি ২০১৯
২০১৮ সালে দৈনিক গড়ে ১৫টি মিথ্যে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত বছরটি ট্রাম্পের জন্য ছিল মিথ্যা, ভুল বিবৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বছর।
আর এসব মিথ্যা কথার বেশিরভাগই বলেছেন ইরান, নিউইয়র্ক টাইমস পত্রিকা এবং সাবেক ফার্স্টলেডি ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে।
প্রতিদিনই একটার পর একটা টুইট করে মিথ্যার ঝড় তুলেছেন তিনি। গত বছর রিপাবলিকান এ প্রেসিডেন্টের সব বিবৃতি-বার্তা বিশ্লেষণ করে সোমবার এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

মন্তব্যসমূহ