নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য -
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য - ভয়েসমিডিয়া২৪.কম ।
০৩ জানুয়ারি ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় বাংলাদেশের বিরোধী দলগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। সেই সঙ্গে নির্বাচনে অনিয়মের অভিযোগগুলোর বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ সমাধানের আহ্বান জানিয়েছে দেশটি। গতকাল যুক্তরাজ্যের এশিয়া ও প্যাসিফিক অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড এক বিবৃতিতে এ বার্তা দিয়েছেন বলে ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী সব দলের অংশগ্রহণকে স্বাগত জানাই। বিরোধী দলগুলোর প্রচারণায় বিঘ্ন ঘটাতে গ্রেফতারসহ নানা ধরনের বাধা সৃষ্টির বিষয়ে আমি অবগত। ভোটের দিন বেশকিছু অনিয়ম সংঘটিত হয়েছে, যা কিছু ভোটারকে ভোট দেয়া থেকে বিরত রেখেছে। নির্বাচনের এসব অনিয়মের অভিযোগগুলোর বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ সমাধানের আহ্বান জানাই।
মার্ক ফিল্ড বলেন, নির্বাচনী প্রচারণার সময় সংঘটিত সহিংসতা ও হুমকির ঘটনা এবং ভোটের দিন বেশ কয়েকটি প্রাণহানির ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। এসব ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য আমরা প্রার্থনা করি। কার্যকরী গণতন্ত্রের জন্য একটি অবাধ, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। এখন সরকার ও সব রাজনৈতিক দলের উচিত আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যকার দূরত্ব দূর করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ খোঁজা।
তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এবং এ সম্পর্কের গুরুত্ব বাড়িয়েছে। আমরা বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত স্থিতিশীল এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য সহযোগিতা করে যাব।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন