চাঁদের অদেখা অংশে চীনা নভোযানের সফল অবতরণ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
চাঁদের অদেখা অংশে প্রথমবারের মতো চীনের পাঠানো একটি রোবোটিক নভোযান সফলভাবে অবতরণ করেছে।আন্তর্জাতিক সময় ২টা ২৬ মিনিটে চেঞ্জ-৪ নামের ওই নভোযানটি চাঁদের দক্ষিণে অ্যাটকেন পোল অংশের মাটি স্পর্শ করে। এই অবতরণকে মহাকাশ উন্মোচনের একটি বড় মাইলফলক হিসেবে বর্ণনা করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।খবর বিবিসি।
খবরে বলা হয়েছে, এর আগের মিশনগুলো পৃথিবীমুখী অব্তরণ করলেও এবারই প্রথম চাঁদের নতুন কোনো জায়গায় এটি অবতরণ করলো। রোবোটিক নভোযানটি চাঁদের ওই অংশের ভূতাত্ত্বিক ও প্রাণী বিষয়ে পরীক্ষা পরিচালনার যন্ত্রাংশ নিয়ে গেছে। চীনের পাঠানো এই রোবোটিক নভোযানটি চাঁদ থেকে পৃথিবীতে পাথর এবং ধূলিকণা পাঠাবে।
সম্প্রতি চেঞ্জ-৪ নভোযানটি চাঁদে অবতরণের জন্য নিজ কক্ষপথ থেকে নিচে নেমে আসে। দেশটির গণমাধ্যমের খবর বলা হয়েছে, নভোযানটি চাঁদের বৃত্তাকার পথে প্রবেশ করে এবং চাঁদের খুব কাছ দিয়ে ১৫ কিলোমিটার বেগে অতিক্রম করে।
বিজ্ঞানীদের কাছে চাঁদের এই অংশে নভোযান পাঠানো অনেক জটিল এবং কঠিন কাজ ছিল। এর আগে ২০১৩ সালে চেঞ্জ-৩ চাঁদের মেরি ইমবিরিয়াম অংশে অবতরণ করেছিল।
নভোযানটির অবতরণ বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মুলার্ড স্পেস সায়েন্স ল্যাবরেটরির অধ্যাপক অ্যান্ড্রিউ কোটেস বলেন, অ্যাপোলো অবতরণের ৫০ বছর পরে এটি আসলেই একটি সাহসী অভিযান ছিল। ২০১৯ সালে চীনের জন্য এটি একটি অনুকরণীয় হয়ে থাকবে।
দেশটির বিজ্ঞানীরা জানিয়েছে, সাউথ পোল অ্যাটকিন অংশে গঠিত পাথরের টুকরোর অংশ তারা পরীক্ষা করে এটির গঠন অনুসন্ধান করবেন। যা থেকে চাঁদের গঠনের বিষয়ে অনেক তথ্য পাওয়া যাবে বলে তারা বিশ্বাস করেন।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন