আইএস সংশ্লিষ্টতায় গত বছর ৬১৬ বিদেশীকে শাস্তি দিয়েছে ইরাক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সন্ত্রাসী সংগঠন ইসলামী স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্ক থাকায় ২০১৮ সালে ছয় শতাধিক বিদেশীকে শাস্তি দিয়েছে ইরাক, যার মধ্যে বহু নারী ও কয়েক ডজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। গতকাল দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর এএফপি ও আনাদোলু এজেন্সি।
জঙ্গিদের বিরুদ্ধে তিন বছর যুদ্ধের পর ২০১৭ সালের শেষে আইএসের বিরুদ্ধে ‘বিজয়’ ঘোষণা করে ইরাক। ২০১৪ সালে ইরাকের এক-তৃতীয়াংশসহ প্রতিবেশী সিরিয়ার বৃহৎ অঞ্চল দখল করে খেলাফত ঘোষণা করেছিল আইএস।
২০১৪ সালের পর থেকে আইএসের সঙ্গে জড়িত প্রায় ২০ হাজার সন্দেহভাজন গ্রেফতার হয়েছে। গতকাল এক বিবৃতিতে ইরাকের বিচার বিভাগের মুখপাত্র আবদেল সাত্তার বায়রাকদার বলেন, আইএসের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন ৬১৬ জন নারী-পুরুষকে ২০১৮ সালে বিচারের সম্মুখীন এবং দেশের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৪৬৬ জন নারী, ৪২ জন পুরুষ ও ১০৮ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে বলে তিনি জানান। তবে তাদের শাস্তির ধরন সম্পর্কে নির্দিষ্ট করে জানাননি তিনি।
ইরাকের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী, জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকার অপরাধে বেসামরিক নাগরিকসহ যে কারো বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি দেয়ার ক্ষমতা রয়েছে আদালতের।
গত বছরের এপ্রিলে বিচার বিভাগীয় সূত্র আইএসের সঙ্গে জড়িত তিন শতাধিক সন্দেহভাজনকে মৃত্যুদণ্ড এবং আরো তিনশ জনের বেশি মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড (ইরাকি আইনে ২০ বছর) দেয়ার কথা জানায়।
এদিকে এখন পর্যন্ত ৯১ জন বিদেশীর বিচারকাজ বাকি রয়েছে বলে বায়রাকদার জানিয়েছেন। বিচারের অপেক্ষায় থাকা বিদেশীদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৬৭ জন নারী। এছাড়া আরো অর্ধসহস্রাধিক ইরাকি নাগরিককে আইএসের সদস্য হওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। আরো কিছু নাগরিকের বিচারকাজ বাকি রয়েছে।
শাস্তিপ্রাপ্ত আইএসের সঙ্গে সম্পর্কিত নারীদের অধিকাংশই তুরস্ক ও সাবেক সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন দেশ থেকে এসেছে। এছাড়া তিন ফরাসি নাগরিককে যাবজ্জীবন শাস্তি দেয়া হয়েছে, যার মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এর বাইরে এক জার্মান নারী, একজন বেলজিয়ান পুরুষ ও একজন রুশকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
বিদেশীদের ক্ষেত্রে বহু নারী আইএসে থাকা স্বামীদের সঙ্গে যোগ দিতে সন্তানকে সঙ্গে নিয়ে ইরাকে আসেন। এদের মধ্যে কেউ কেউ এখনো নিজ দেশে ফিরে যাওয়ার অপেক্ষা করছেন।
একটি প্রত্যাবাসন কর্মসূচির আওতায় রোববার ৩০ রুশ শিশুকে বাগদাদ থেকে মস্কো পাঠানো হয়। এসব শিশুর মায়েরা আইএসের সঙ্গে সম্পর্ক থাকার অপরাধে ইরাকের কারাগারে রয়েছেন।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন