শপথ নিলেন বিজয়ী এমপিরা

শপথ নিলেন বিজয়ী এমপিরা

০৩ জানুয়ারি ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে নির্বাচিত এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খাঁন। নতুন এমপিদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে বিধান অনুযায়ী স্পিকার নিজেই নিজের শপথ গ্রহণ করেন।
ত ৩০ ডিসেম্বর নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচিতদের নাম-ঠিকানাসহ গেজেট তৈরি করে গত মঙ্গলবার সন্ধ্যায় বিজি প্রেসে পাঠায় নির্বাচন কমিশন। ২৯৮ জনকে নির্বাচিত ঘোষণা করে ওই গেজেট প্রকাশ হলে তাদের শপথের আয়োজন করতে গতকাল সকালে সংসদ সচিবালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায় ইসি। সংসদ সদস্যদের ফলাফলের গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে।
গত রোববার দেশের ২৯৯ আসনে ৪০ হাজারের বেশি কেন্দ্রে ভোট হয়। ভোট চলাকালে সহিংসতা ও অনিয়মের কারণে ১৬টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ফল চূড়ান্ত করা যায়নি। ২৯৮টি আসনের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন ২৫৯টি আসনে। এছাড়া জাতীয় পার্টি ২০, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাঁচ, গণফোরাম দুই, বিকল্পধারা দুই, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দুই, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তিন, তরীকত ফেডারেশন এক, জাতীয় পার্টি (জেপি) এক এবং স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসনে জয়লাভ করেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি গেজেট প্রকাশের দিন ধরলে ৩০ জানুয়ারির মধ্যে সংসদ অধিবেশন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানে বলা হয়েছে, [৭২ (২)] যেকোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার (গেজেট প্রকাশ) ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হবে।

মন্তব্যসমূহ