পোস্টগুলি

2019 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যে কারণে স্থগিত হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি

ছবি
যে কারণে স্থগিত হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি ১৮ জানুয়ারি ২০১৯ আগামীকাল শনিবার সরকারি ভাবে সারাদেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর যে কর্মসূচি ছিল, তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি স্থগিতের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণ বশত আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। ক্যাম্পেইনের পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে।’ বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের কোনো কারণ জানানো হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্রে জানা গেছে, ক্যাপসুলগুলোর মান নিয়ে প্রশ্ন উঠায় এ কর্মসূচি স্থগিত করা হয়েছে। নতুন ক্যাপসুল এনে আগামী দুই সপ্তাহের মধ্যে এ কর্মসূচি পুনরায় বাস্তবায়ন করা হতে পারে। আগের ঘোষণা অনুযায়ী, শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুই কোটির বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল।

হাজার কোটি ডলারের সম্পদ বিক্রির পরিকল্পনা সৌদি আরবের

ছবি
হাজার কোটি ডলারের সম্পদ বিক্রির পরিকল্পনা সৌদি আরবের ভয়েস মিডিয়া২৪.কম | ১৫ জানুয়ারি ২০১৯ বেসরকারীকরণ কর্মসূচির মাধ্যমে ২০২০ সাল নাগাদ প্রায় ১ হাজার ১০০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। এর মধ্যে ইউটিলিটি, ফুটবল ক্লাব, আটাকল ও চিকিৎসা কেন্দ্রের মতো সম্পদ বিক্রির পরিকল্পনা রয়েছে। মূলত তেলের ওপর অর্থনীতির নির্ভরতা হ্রাসে এ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। তবে পরিকল্পনা সত্ত্বেও বাস্তবায়নে বিলম্বের মুখোমুখি হচ্ছে দেশটি। প্রক্রিয়া শুরু দীর্ঘায়িত হতে দেখা যাচ্ছে। বিশেষত রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর আইপিও ছাড়ায় বেশ পিছিয়ে পড়েছে দেশটি। খবর ব্লুমবার্গ। সৌদি পরিকল্পনা নিয়ে ন্যাশনাল সেন্টার ফর প্রাইভেটাইজেশন অ্যান্ড পিপিপি (এনসিপি) জানিয়েছে, উদ্যোগগুলোর বর্তমান অবস্থা এবং বেসরকারীকরণ সুপারভাইজরি কমিটির অগ্রগতি দেখে বলা যায়, সবগুলো লক্ষ্যই পূরণযোগ্য। সিংহভাগ ক্ষেত্রে অগ্রগতি সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে চলছে। উল্লেখ্য, আরামকো ও স্টক এক্সচেঞ্জের মতো কিছু নির্দিষ্ট চুক্তি বাদে অধিকাংশ সম্পদ বিক্রির তত্ত্বাবধান করছে এনসিপি। তবে সৌদি পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে ততটা আশাবাদী ...

নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

ছবি
নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ভয়েসমিডিয়া২৪.কম | ১৫ জানুয়ারি ২০১৯ সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য আজ মঙ্গলবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।   আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন মনোনয়নপ্রত্যাশীরা। আগামী শুক্রবার পর্যন্ত জমা দিতে পারবে তারা।   সংরক্ষিত নারী আসনের আইন অনুযায়ী, সংসদের ৩০০ আসনের মধ্যে যে দলের যতটি আসন, তার আনুপাতিক হারে ৫০টি আসন দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসন পায়। এই হিসেবে তারা পাবে ৪৩টি সংরক্ষিত নারী আসন। অপরদিকে নির্বাচনে জাতীয় পার্টি পায় ২২টি আসন। এর বিপরীতে তারা পাবে ৪টি  সংরক্ষিত নারী আসন। আর বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট এবারের নির্বাচনে পেয়েছে ৮টি আসন। এই অনুপাতে তারা পাবে একটি সংরক্ষিত নারী আসন। বাকি ২টি আসন পাবে অন্য দলগুলো। আইনে বলা আছে, যে দলের অন...

আহমদ শফীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ড. কামালের

ছবি
আহমদ শফীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ড. কামালের ভয়েসমিডিয়া২৪.কম | ১৫ জানুয়ারি ২০১৯ গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফীর নারী শিক্ষাবিরোধী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তারা। বিবৃতিতে কামাল হোসেন ও মোস্তফা মোহসিন মন্টু বলেন, ‘আহমদ শফী নারী বিদ্বেষী, স্বাধীনতার চেতনাবিরোধী ও সংবিধানবিরোধী। এই ফতোয়াবাজ ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’ বিবৃতিতে তারা বলেন, ‘আহমদ শফী ধর্মের অপব্যাখ্যা করে মনগড়া ফতোয়া দিয়ে দেশ ও সমাজকে আলো থেকে অন্ধকারে নিতে চান।’ বিবৃতিতে আহমদ শফীর নারী শিক্ষাবিরোধী ফতোয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি

ছবি
বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি   ভয়েসমিডিয়া২৪.কম | ১১ জানুয়ারী ২০১৯ জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ১১৮ তম মাহফিলে দেয়া আল্লামা শাহ আহমদ শফী’র একটি বক্ত্যবের খণ্ডাংশ বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হচ্ছে। এতে করে বিভিন্ন মহলে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি তাঁর গতকালের বক্তব্যের ব্যাখ্যায় বলেন,  ”গতকাল ১১ জানুয়ারি ২০১৯ ইং তারিখে জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী’র বার্ষিক মাহফিলে দেয়া আমার বক্তব্যের একটি খণ্ডাংশ বিভিন্ন মিডিয়ায় ভুল ভাবে উপস্থাপন করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে আমি জানতে পেরেছি। বক্তব্যে আমি মূলত বলতে চেয়েছি ইসলামের মৌলিক বিধান পর্দার লঙ্ঘন হয়, এমন প্রতিষ্ঠানে মহিলাদের পড়াশুনা করানো উচিৎ হবেনা। আমাদের মনে রাখতে হবে যে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে শিক্ষা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনাসহ যাবতীয় সকল কিছুই রয়েছে। ইসলামে নারীদের শিক্ষার বিষয় উৎসাহিত করা হয়েছে এবং সকলেই অবগত যে, উম্মুল মুমিনিন হজরত মা আয়িশা...

প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা নিয়োগ

ছবি
প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা নিয়োগ ১৪ জানুয়ারি ২০১৯ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। পাঁচ উপদেষ্টাকে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার প্রজ্ঞাপনের গেজেট জারি হয়, যদিও তা সোমবার প্রকাশ করা হয়েছে। এরা সবাই গত সরকারের সময়েও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন- এইচ টি ইমাম রাজনৈতিক উপদেষ্টা, ড. মসিউর রহমান অর্থনৈতিক উপদেষ্টা, ড. গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। উপদেষ্টা থাকাকালীন এই পাঁচজন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পোশাক শ্রমিকদের মূল মজুরি বাড়ল ১০ থেকে ৫২৪ টাকা

ছবি
পোশাক শ্রমিকদের মূল মজুরি বাড়ল ১০ থেকে ৫২৪ টাকা  ভয়েসমিডিয়া২৪.কম | ১৪ জানুয়ারি ২০১৯ পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষ নিরসনে ছয়টি গ্রেডের শ্রমিকদের মজুরি সংশোধনের ঘোষণা দেয়া হয়েছে। শনিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং পোশাক শিল্পের মালিক প্রতিনিধিদের বৈঠকের পর গতকাল শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশোধিত মজুরি ঘোষণা করা হয়। এতে গ্রেডভেদে মূল মজুরি বেড়েছে ১০ থেকে সর্বোচ্চ ৫২৪ টাকা। সমন্বিত মজুরি বিশ্লেষণে দেখা যায়, গ্রেড ৭-এ মূল ও মোট মজুরি অপরিবর্তিত রয়েছে। ২০১৩ সালে এ গ্রেডের মূল মজুরি ছিল ৩ হাজার টাকা। ২০১৮ সালে পর্যালোচনার পর মূল মজুরি নির্ধারণ হয় ৪ হাজার ১০০ টাকা। নতুন সংশোধনীতেও মূল মজুরি ৪ হাজার ১০০ টাকাই পুনর্নির্ধারণ করা হয়েছে। একইভাবে মোট মজুরিও ৮ হাজার টাকা অপরিবর্তিত আছে। গ্রেড ৬-এ ২০১৩ সালে মূল মজুরি ছিল ৩ হাজার ২৭০ টাকা। ২০১৮ সালের প্রজ্ঞাপনে মূল ও মোট মজুরি নির্ধারণ করা হয় যথাক্রমে ৪ হাজার ৩৭০ ও ৮ হাজার ৪০৫ টাকা। নতুন সংশোধনীতে মূল ও মোট মজুরি ৪ হাজার ৩৮০ ও ৮ হাজার ৪২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ পূর্বঘো...

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল

ছবি
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল  -  ভয়েসমিডিয়া২৪.কম | ১৪ জানুয়ারি ২০১৯  আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। সোমবার ইসি ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। হেলালুদ্দীন আহমদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। আর মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। তিনি বলেন, এসএসসি, এইচএসচি ও রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট শুরু করা হবে। এছাড়া সদর উপজেলার ভোট হবে ইভিএম পদ্ধতিতে হবে বলে জানান তিনি। এছাড়া একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা আগামী ১৭ ফেব্রুয়ারি বলে জানান নির্বাচন কমিশন সচিব। এর আগে বিকালে সংরক্ষিত নারী আসনের তফসিল নির্ধারণ, কিশোরগঞ্জ-১ আসনের তফসিল নির্ধারণ, পঞ্চম উপজেলা নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের স্মারকলিপি বিষয়ে আলোচনাসহ বিভিন্ন বিষয়ে ইসিতে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা।

লাইকের বিশ্বরেকর্ড : কী আছে এই ছবিতে

ছবি
লাইকের বিশ্বরেকর্ড : কী আছে এই ছবিতে  ভয়েসমিডিয়া২৪.কম । ১৪ জানুয়ারি ২০১৯ এই সেই ছবি যাতে লাইক পড়েছে আড়াই কোটি - একটি ডিমের ছবি, আর কিছু নেই; কিন্তু সেই ছবিটিই গড়েছে বিশ্বরেকর্ড। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পড়েছে ছবিটিতে। লাইকের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়ে গেছে ইতোমধ্যে। এর আগে এই রেকর্ড ছিলো যুক্তরাষ্ট্রের টিভি তারকা কাইলি জেনারের। কাইলি তার সদ্য জন্ম নেয়া কন্যা স্ট্রোমির ছবি পোস্ট করে পেয়েছিলেন এক কোটি ৮০ লাখ লাইক। গত বছরের ফেব্রুয়ারিতে ছবিটি পোস্ট করেছিলেন কাইলি। এতদিন সেটিই ছিলো সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি। কিন্তু এবার এই তারকাকে ছাড়িয়ে গেছে সাধারণ একটি ডিম। ‘ওয়ার্ল্ড রেকর্ড এগ’ নামের একটি একাউন্ট থেকে গত ৪ জানুয়ারি ডিমের ছবিটি পোস্ট করা হয়। তার সাথে বলা হয়- ‘আসুন আমরা সবাই মিলে ডিমটিকে নিয়ে বিশ্ব রেকর্ড গড়ি’। এর মাধ্যমে সকলে অনুরোধ করা হয় ছবিটি লাইক ও শেয়ার করতে। সবাই যে দারুণভাবে সাড়া দিয়েছে এই অনুরোধে তা তো দেখাই যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক প্রতিষ্ঠান বাজফিড জানিয়েছে, গত ১৩ জানুয়ারি রোববার সন্ধ্যায় ছবিটি কাইলি জেনারের ছবির লাইক সংখ্যা ছাড়িয়ে যায়। ছবিটিতে প্...

বিএনপির সংসদে আসা উচিত : শেখ হাসিনা

ছবি
বিএনপির সংসদে আসা উচিত : শেখ হাসিনা                    সংগৃহীত ১২ জানুয়ারি ২০১৯ বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষ তো জানতে পেরেছে তাদের চরিত্রটা কী? তাদের চরিত্র শোধরায়নি। তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারপরও যে কয়টা সিটে তারা জিতেছে, গণতন্ত্রের স্বার্থে, তাদের পার্লামেন্টে আসা উচিত।’ শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের এক যৌথ সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আমার কাছে সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা আছে। আপনারা মাঠে-ঘাটে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, কীভাবে তারা নির্বাচনটা বানচাল করার প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু তারা পারেনি। এখন বিএনপি নির্বাচনে হেরেছে, এই দোষটা তারা কাকে দেবে? দোষ দিলে তাদের নিজেদের দিতে হয়। কারণ, একটি রাজনৈতিক দলের যদি নেতৃত্ব না থাকে, মাথাই না থাকে, তাহলে সেই রাজনৈতিক দল কীভাবে নির্বাচনে জয়ের কথা চিন্তা করতে পারে?’ বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সমা...

জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসছে সরকার ওবায়দুল কাদের

ছবি
জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসছে সরকার ওবায়দুল কাদের                       সংগৃহীত ১৩ জানুয়ারি ২০১৯ নির্বাচনের আগে যেসব দল এবং জোট সংলাপে অংশ নিয়েছে, তাদেরকে আবারো গণভবনে ডেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে বসবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার তিনি সাংবাদিকদের বলেন, তাদেরকে আবার চিঠি দিয়ে সংলাপে ডাকবেন তিনি (প্রধানমন্ত্রী)। একাদশ সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্টের ‘জাতীয় সংলাপ’ করার ঘোষণা দেওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে সংলাপে বসার সিদ্ধান্ত নেয়া হয়। বিএনপিসহ কয়েকটি নিবন্ধিত ও অনিবন্ধিত দল নিয়ে গতবছর ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে সাত দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়।

চা বিক্রি করেই ২৩ দেশে ভ্রমণ!

ছবি
চা বিক্রি করেই ২৩ দেশে ভ্রমণ! ভয়েসমিডিয়া২৪.কম ।                     ছবি: সংগৃহীত ১১ জানুয়ারি ২০১৯ পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন কার না আছে! তবে দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশে পা ফেলতে হতে হবে ধনী কিংবা বড় কোনো কর্মকর্তা। তা হলেই দেশের বাইরে পা ফেলার সৌভাগ্য জুটবে কপালে। এমনটি ধারণা প্রায় অনেকের। কিন্তু সেই চিরাচরিত ধারণাকে পাল্টে দিলেন ভারতের কোচির বিজয়ন নামে ৭০ বছর বয়স্ক এক চা বিক্রেতা। শুধু চা বিক্রি করেই সস্ত্রীক তিনি ঘুরে এলেন বিশ্বের বহু দেশ। তালিকা থেকে বাদ যায়নি সিঙ্গাপুর, আর্জেন্টিনা ও পেরু। ভূস্বর্গ সুইজারল্যান্ডের নৈস্বর্গিক প্রাকৃতিক সৌন্দর্যকেও সচোখে অনুভব করে এসেছেন এ চা বিক্রেতা। প্রায় ২৩ দেশ ঘুরে ফেলেছেন তারা ইতিমধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোড়ন তুলেছে। এ দম্পতি এখন রীতিমতো সেলিব্রেটি। জানা গেছে, ১৯৬৩ সাল থেকে চা বিক্রি করছেন বিজয়ন ও তার স্ত্রী মোহনা। বিগত ৫০ বছর ধরে কোচিতে ছোট্ট একটি চায়ের দোকান রয়েছে তাদের। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, প্রথমে কোচির রাস্তায় রাস্তায় চা বিক্রি করতেন বিজয়ন। চা বিক্রির কাটতি ব...

২১ সন্তানের জন্ম দিয়ে রেকর্ড গড়লেন দম্পতি

ছবি
২১ সন্তানের জন্ম দিয়ে রেকর্ড গড়লেন দম্পতি ভয়েসমেডিয়া২৪.কম । ১১ জানুয়ারি ২০১৯  ২১ সন্তানের জন্ম দিয়ে রেকর্ড গড়েছেন ব্রিটিশ দম্পতি সু ও নোয়েল রেডফোর্ড। এর মাধ্যমে ব্রিটেনের সব থেকে বড় পরিবারের খেতাব মিলেছে পরিবারটির। বর্তমানে সু'র বয়স ৪৩ ও নোয়েল রেডফোর্ডের বয়স ৪৭ বছর।নোয়েল রেডফোর্ড পেশায় একজন বেকারি ব্যবসায়ী। দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সু মাত্র ১৩ বছর বয়সেই প্রথম সন্তানের জন্ম দেন। আর এ সময় স্বামী নোয়েল রেডফোর্ডের বয়স ১৮ বছর ছিল। তাদের সন্তানরা হল- ক্রিস (২৯), সোফি (২৪), ক্লোয়ে (২৩), জ্যাক (২১), ড্যানিয়েল (১৯), লিউক (১৮), মিলি (১৭), কেটি (১৫), জেমস (১৪), এলি (১৩), অ্যামি (১২), জোশ (১১), ম্যাক্স (৯), টিল্লি (৮), অস্কার (৭), ক্যাস্পার (৬), হ্যালী (৩), ফোয়েবে (২), আরকি (১) এবং গত বছরের নভেম্বরে জন্ম নিয়েছে বনি রায়ে। সংবাদমাধ্যমকে সু বলেন, আমরা আর কোনো সন্তান চাই না। বনির মাধ্যমে আমাদের পরিবারের পূর্ণতা এসেছে। নোয়েল রেডফোর্ড বলেন, কিছু মানুষ দুই থেকে তিনটি সন্তান নিয়েই তাদের পরিবারকে সম্পূর্ণভাবে। কিন্তু আমাদের সম্পূর্ণতা এসেছে ২১ সন্তানের মাধ্যমে। ...

মিয়ানমারে আবারো রোহিঙ্গাদের হত্যার হুমকি

ছবি
মিয়ানমারে আবারো রোহিঙ্গাদের হত্যার হুমকি ভয়েসমিডিয়া২৪.কম |                     ছবি: সংগৃহীত  ১১ জানুয়ারি ২০১৯ মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান আরো জোরদারের খবর পাওয়া গেছে। নো-ম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযানে রোহিঙ্গাদের নির্যাতন করা হচ্ছে। এমনকি হত্যার হুমকিও দেয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সীমান্তে কড়াকড়ি থাকায় রোহিঙ্গারা পালিয়ে তামব্রু-নাইখংছড়ি সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডেও আসতে পারছেন না। অল্প কয়েকজন রোহিঙ্গা টেকনাফ থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন বলে জানা গেছে। ওই নো-ম্যানস ল্যান্ডে ২০১৭ সালের আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার রোহিঙ্গা অবস্থান করছেন বলে জানা গেছে। মিয়ানমারে রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান আর্মি (এএ)-র বিরুদ্ধে চলমান সেনা অভিযানের মধ্যে গত ৪ জানুয়ারি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর ১৩ জন সীমান্ত পুলিশকে হত্যা করা হয়েছে বলে দাবি করে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়। তাদের দাবি, বুথিয়াডং এলাকার চারটি সীমান্ত চৌকিতে হামলা চালানো হয়। তবে আরাকান আর্ম...

২০১৮ সালে বিচার ছাড়াই ৪৬৬ হত্যাকাণ্ড

ছবি
২০১৮ সালে বিচার ছাড়াই ৪৬৬ হত্যাকাণ্ড ভয়েসমিডিয়া২৪.কম । ১১ জানুয়ারি ২০১৯ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম-গুপ্তহত্যার বিষয়ে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গত বছরের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। গত বছরে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণের তথ্য প্রকাশ করেন আসকের উপ-পরিচালক নীনা গোস্বামী। তিনি বলেন, ২০১৮ সালে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ এবং তাদের হেফাজতে মোট ৪৬৬ নিহত হয়েছেন। এর মধ্যে ৪ মে থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ২৯২ জন। ২০১৭ সালে বন্দুকযুদ্ধে ১৬২ জন নিহত হয়েছেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসকের উপ-পরিচালক নীনা গোস্বামী বলেন, ২০১৮ সালে আইনশৃঙ্খলাবাহিনীর পরিচয়ে অপহরণ, গুম ও নিখোঁজ হয়েছেন ৩৪ জন। এর মধ্যে ১৯ জনের সন্ধান পাওয়া গেছে, যাদের বেশির ভাগই বিভিন্ন মামলায় গ্রেফতার রয়েছেন। গত বছর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষ...

পোশাক শ্রমিকদের আন্দোলন: পেছনে কারা খুঁজছে পুলিশ

ছবি
পোশাক শ্রমিকদের আন্দোলন: পেছনে কারা খুঁজছে পুলিশ  ভয়েসমিডিয়া২৪.কম । ১১ জানুয়ারি ২০১৯ সরকার ঘোষিত মজুরি বাস্তবায়ন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন করছেন দেশের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। নতুন সরকারের শপথ গ্রহণের দিন থেকেই নিজেদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে আসেন তারা। তবে শ্রমিকদের এই আন্দোলনকে সরকারের পক্ষ থেকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে না। সরকার মনে করে— শেখ হাসিনা যখন চতুর্থবারের মতো সরকারের দায়িত্বভার গ্রহণের জন্য শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে শুরু হওয়া এই আন্দোলন সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হচ্ছে। সরকারের পক্ষে আরও মনে করা হয়— নতুন সরকার গঠনের পরপরই শ্রমিক আন্দোলনের খবর গণমাধ্যমে প্রচারিত হলে সরকারের তথা নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলেই এসব করানো হচ্ছে। আন্তর্জাতিক বিশ্বকে তারা নেতিবাচক মেসেজ দিতে চায়। তাই এই আন্দোলনের পেছনে থাকা ব্যক্তিদের খুঁজছেন পুলিশসহ দেশের একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছে। সূত্র জানায়, ইতোমধ্যেই সরকার...

নতুন ৪০ ফায়ার স্টেশনের জন্য ১০৯০ জনবল নিয়োগে অনুমোদন

ছবি
নতুন ৪০ ফায়ার স্টেশনের জন্য ১০৯০ জনবল নিয়োগে অনুমোদন   ভয়েসমেডিয়া২৪.কম । ১১ জানুয়ারি ২০১৯ দেশের বিভিন্ন উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণাধীন ৪০টি ফায়ার স্টেশনে জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি। গত রবিবার (৬ জানুয়ারি) সচিব কমিটির সভায় এ বিষয়টি অনুমোদন দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। এর আগে বিভিন্ন সময়ে স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পায় বিষয়টি। ৪০টি ফায়ার স্টেশনের জন্য বিভিন্ন পদে এক হাজার ৯০ জনের নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে দেশে ৪০২টি ফায়ার স্টেশনের কার্যক্রম চলমান রয়েছে। নির্মাণাধীন এই ৪০টি স্টেশনের কাজ শেষ ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৪৪২টিতে। সংশ্লিষ্টরা বলছেন, এতে যেকোনও দুর্যোগ মোকাবিলাসহ জনসেবামূলক কাজের ক্ষেত্র আরও প্রসারিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের গুরুত্বপূর্ণ ১৫৬টি উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পভুক্ত নির্মাণাধীন ৪০টি ফায়ার স্টেশনে জনবল নিয়োগের জন্য ২০১৭ সালের ১২ নভেম্বর ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান স্বরাষ...

যে কারণে সোশাল মিডিয়ায় নজরদারী বাড়ছে বিবিসি |

ছবি
যে কারণে সোশাল মিডিয়ায় নজরদারী বাড়ছে বিবিসি | ১০ জানুয়ারি ২০১৯ বাংলাদেশে ফেসবুকে রাষ্ট্র বিরোধী গুজব এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করার অভিযোগে নিরাপত্তা বাহিনী সম্প্রতি অনেককে আটক করেছে। এর মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বুধবার একদিনেই দেশের বিভিন্ন জায়গা থেকে সাতজনকে আটক করেছে। বেশ কিছুদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীগুলো ফেসবুকে নিয়ে বেশ সক্রিয় বলে মনে হচ্ছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব ডিসেম্বর মাসের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৩০জনকে আটক করেছে, যাদের বিরুদ্ধে ইন্টারনেটে গুজব এবং বিকৃত তথ্য ও ছবি প্রচারের অভিযোগ আনা হয়েছে। এছাড়া পুলিশসহ অন্যান্য সংস্থাও আটক করেছে আরো কিছু ব্যক্তিকে। র্যাব এবং পুলিশ বলেছে, আটককৃতদের অনেকেই প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে হয় কুৎসা রটিয়েছে নতুবা ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়েছে। সাংবাদিক আফসান চৌধুরী বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কথা বলার সুযোগ যেমন তৈরি করে দেয়, তেমনি খারাপ কথা বলার সুযোগও তৈরি করে। "যখন সরকারের বিরুদ্ধে খারাপ কথাটা যায় তখন সক্রিয় হয়,...

৪১ দেশে ভিসামুক্ত যাতায়াতের সুযোগ রয়েছে বাংলাদেশিদের।

ছবি
৪১ দেশে ভিসামুক্ত যাতায়াতের সুযোগ রয়েছে বাংলাদেশিদের। ১০ জানুয়ারি ২০১৯ ২০১৯ সালের তালিকায় বাংলাদেশ আছে ৯৭ নম্বরে। বাংলাদেশিরা ৪১টি দেশে ভিসা ছাড়াই কিংবা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় যাতায়াত করতে পারেন। আমেরিকার মধ্যে কেবল বলিভিয়ায় ভিসা ছাড়া যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশিদের। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের জন্য ভিসামুক্ত সুবিধা দেয় ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও পূর্ব-তিমুর। তবে বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া আফ্রিকার বেশি দেশে ঢুকতে পারেন। এ তালিকায় আছে বেনিন, কেপ ভার্দে আইল্যান্ড, কমোরেস আইল্যান্ড, জিবুতি, গাম্বিয়া, গিনিয়া-বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মরিটানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সিশেলেস, সোমালিয়া, টোগো, উগান্ডা। ক্যারিবীয় দ্বীপগুলোর মধ্যে বাহামাস, বারবাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে ভিসামুক্ত যাতায়াত করতে পারেন বাংলাদেশের নাগরিকরা। প্রশান্ত মহাসাগরীয় দেশের মধ্যে কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নুই, সামো...

সড়ক ও পরিবহনে শৃংখলা ফেরানোই প্রধান চ্যালেঞ্জ :

ছবি
সড়ক ও পরিবহনে শৃংখলা ফেরানোই প্রধান চ্যালেঞ্জ :  ভয়েসমিডিয়া২৪.কম । ১০ জানুয়ারি ২০১৯ চলমান মেগা প্রজেক্ট বাস্তবায়নের পাশাপাশি সড়ক ও পরিবহণে শৃঙ্খলা ফিরিয়ে আনা অন্যতম কাজ বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আগামী জুনেই গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ফোর লেন সড়কের কাজ শেষ হবে। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোর লেন সড়কের কাজ শেষ হওয়ার পর রংপুর থেকে একদিকে বুড়িমারি অন্যদিকে পঞ্চগড় পর্যন্ত ফোর লেন সড়কের কাজ শুরু হবে বলেও জানান তিনি। এছাড়া, পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চলমান কাজগুলো শেষ করার পাশাপাশি চলতি বছরেই ঢাকা-সিলেট এবং চট্টগ্রাম-কক্সবাজার ফোর লেন সড়কের কাজ শুরু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির দায়ে ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড ।

ছবি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির দায়ে ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড । ১০ জানুয়ারি ২০১৯ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগিতো। বৃহস্পতিবার দেশটির অর্থনৈতিক কেন্দ্র মেকাটি শহরের একটি আদালত এ রায় দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফিলিপিন্সের আঞ্চলিক আদালত বৃহস্পতিবার এই রায়ে মুদ্রাপাচারের আট দফা অভিযোগে দেগিতোকে দোষী সাব্যস্ত করে প্রতিটি ধারায় ৪ থেকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে। সেই সঙ্গে ১০ কোটি ৯০ লাখ ডলার জরিমানা করা হয়েছে তাকে। ২০১৬ সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনায় এই প্রথমবারের মতো কাউকে দোষী সাব্যস্ত করা হয়েছে। চারটি অজ্ঞাত ও কাল্পনিক ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনে ও জমা দেয়ার ক্ষেত্রে সহায়তা করার অপরাধে দেগিতো দায়ী বলে জানিয়েছেন আদালত। ২০১৬ সালের সিনেটের তদন্তের শুনানিতে দেগিতো বলেন, তাকে বলির পাঁঠা বানানো হয়েছে। আরসিবিসি ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণ হলেই কেবল অর্থপাচার করা সম্ভব। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ...

বছরের শুরুতেই বাড়ছে নিত্যপণ্যের দাম

ছবি
বছরের শুরুতেই বাড়ছে নিত্যপণ্যের দাম ভয়েসমিডিয়া২৪কম ।                       ছবি: সংগৃহীত ১০ জানুয়ারি ২০১৯ চলতি বছরের শুরুতেই অস্থির হয়ে উঠেছে ভোজ্যতেল, চিনি, ডাল, মসলাসহ বিভিন্ন নিত্যপণ্যের বাজার। গত সপ্তাহের শেষ সময় থেকে পাইকারি বাজার খাতুনগঞ্জে বাড়তে শুরু করে এসব পণ্যের দাম। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচন-পরবর্তী সময়ে পণ্যের চাহিদা বাড়লেও ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি কমে যাওয়ায় বাজারে এ অস্থিরতা দেখা দিয়েছে। খাতুনগঞ্জের পাইকারি দোকান ও আড়তগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিনে পাইকারি পর্যায়ে বেশির ভাগ ভোগ্যপণ্যের দাম বেড়েছে। এর মধ্যে ভোজ্যতেল, চিনি, ডাল ও মসলাজাতীয় পণ্যের দাম বেড়েছে সবচেয়ে বেশি। গত এক সপ্তাহে পাইকারি বাজারে পাম অয়েলের দাম বেড়েছে মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) প্রায় ১২০ টাকা। তিনদিন ধরে বাজারে প্রতি মণ পাম অয়েল ২ হাজার ১০ থেকে ২ হাজার ৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা নির্বাচনের আগে ছিল ১ হাজার ৯০০ টাকা। একই সময়ে সুপার পাম অয়েলের দামও মণপ্রতি ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। নির্বাচনের আগে প্রতি মণ সুপার পাম ২...

বেড়েছে শিশু ধর্ষণ, ৪ কারণ চিহ্নিত

ছবি
বেড়েছে শিশু ধর্ষণ, ৪ কারণ চিহ্নিত  ভয়েসমিডিয়া২৪.কম ।                       সংগৃহীত ১০ জানুয়ারি ২০১৯ সোমবার (৭ জানুয়ারি) রাজধানীর ডেমরায় দুই শিশু নিখোঁজ হয়। অভিভাবকরা সন্ধ্যায় কাজ থেকে ফিরে এসে মেঝেতে শিশুদের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। পরে অনেক খোঁজাখুঁজির পর বাসায় খাটের নিচ থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারের পর ধর্ষণের অভিযোগে অভিযুক্তরা জানায়, লিপস্টিক দিয়ে সাজিয়ে দেওয়ার নাম করে শিশু দু’টিকে প্রথমে বাসায় ডেকে আনা হয়। পরে চিৎকারের মুখে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে প্রথমে একজনকে গলা টিপে এবং পরে আরেকজনকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ৫ জানুয়ারি ২০১৯। রাজধানীর গেন্ডারিয়ায় দুই বছর ১০ দিনের একটি কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানে টিনশেড বস্তিতে মা-বাবা ও তিন বোনের সঙ্গে থাকতো শিশু আয়েশা। অন্যান্য দিনের মতো সেদিনও বিকালে খেলতে বের হয় শিশুটি। সন্ধ্যার দিকে টিনশেড বস্তির পাশের চার তলা বাড়ির সামনে আয়েশার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। আয়েশার পরিবার ও ...

সিঙ্গাপুর হয়ে উঠছে বাংলাদেশীদের কালো টাকার গন্তব্যস্থল

ছবি
সিঙ্গাপুর হয়ে উঠছে বাংলাদেশীদের কালো টাকার গন্তব্যস্থল -  ভয়েসমিডিয়া২৪.কম । ১০ জানুয়ারি ২০১৯ বৈশ্বিক আর্থিক গোপনীয়তার সূচকে সিঙ্গাপুরের অবস্থান পঞ্চম। দেশটিতে অফশোর আর্থিক সেবার বাজার ক্রমেই বড় হচ্ছে। এশিয়ার শীর্ষ অফশোর ফিন্যান্সিয়াল সেন্টার হতে হংকংয়ের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করছে দেশটি। মূলত এশিয়ার দেশগুলোর ক্রমবিকাশমান অর্থনীতির সুযোগ নিয়ে অফশোর বিনিয়োগের অন্যতম শীর্ষ গন্তব্যও হয়ে উঠেছে সিঙ্গাপুর। একই সঙ্গে হয়ে উঠেছে মুদ্রা পাচার ও কালো টাকার নিরাপদ গন্তব্যস্থলও। এ সুযোগ নিচ্ছে বাংলাদেশীরাও। সিঙ্গাপুরে রয়েছে নামিদামি অনেক ক্যাসিনো। বেশকিছু ক্যাসিনোর মালিকানায় রয়েছেন বাংলাদেশীরা, যেগুলো কালো টাকার অন্যতম গন্তব্য। এছাড়া সিঙ্গাপুরের মেরিনা বে বিশ্বের অন্যতম ব্যয়বহুল হোটেল। ভিআইপি ক্যাসিনো হিসেবে রয়েছে এটির বিশেষ পরিচিতি। সূত্র বলছে, মেরিনা বে ক্যাসিনোতেই কোটি ডলারের বোর্ডেও খেলেছেন এক বাংলাদেশী। তিনি নিজেকে যুবলীগের একজন শীর্ষ নেতা হিসেবে পরিচয় দেন। আলোচিত এ নেতা সিঙ্গাপুরের জুয়ার বোর্ডে খেলতে বসলে লাখ ডলারের বান্ডিল নিয়েই বসেন। জনশ্রুতি রয়েছে, জুয়ার বোর্ডে ওড়ান...