পোস্টগুলি

যে কারণে স্থগিত হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি

ছবি
যে কারণে স্থগিত হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি ১৮ জানুয়ারি ২০১৯ আগামীকাল শনিবার সরকারি ভাবে সারাদেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর যে কর্মসূচি ছিল, তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি স্থগিতের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণ বশত আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। ক্যাম্পেইনের পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে।’ বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের কোনো কারণ জানানো হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্রে জানা গেছে, ক্যাপসুলগুলোর মান নিয়ে প্রশ্ন উঠায় এ কর্মসূচি স্থগিত করা হয়েছে। নতুন ক্যাপসুল এনে আগামী দুই সপ্তাহের মধ্যে এ কর্মসূচি পুনরায় বাস্তবায়ন করা হতে পারে। আগের ঘোষণা অনুযায়ী, শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুই কোটির বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল।

হাজার কোটি ডলারের সম্পদ বিক্রির পরিকল্পনা সৌদি আরবের

ছবি
হাজার কোটি ডলারের সম্পদ বিক্রির পরিকল্পনা সৌদি আরবের ভয়েস মিডিয়া২৪.কম | ১৫ জানুয়ারি ২০১৯ বেসরকারীকরণ কর্মসূচির মাধ্যমে ২০২০ সাল নাগাদ প্রায় ১ হাজার ১০০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। এর মধ্যে ইউটিলিটি, ফুটবল ক্লাব, আটাকল ও চিকিৎসা কেন্দ্রের মতো সম্পদ বিক্রির পরিকল্পনা রয়েছে। মূলত তেলের ওপর অর্থনীতির নির্ভরতা হ্রাসে এ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। তবে পরিকল্পনা সত্ত্বেও বাস্তবায়নে বিলম্বের মুখোমুখি হচ্ছে দেশটি। প্রক্রিয়া শুরু দীর্ঘায়িত হতে দেখা যাচ্ছে। বিশেষত রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর আইপিও ছাড়ায় বেশ পিছিয়ে পড়েছে দেশটি। খবর ব্লুমবার্গ। সৌদি পরিকল্পনা নিয়ে ন্যাশনাল সেন্টার ফর প্রাইভেটাইজেশন অ্যান্ড পিপিপি (এনসিপি) জানিয়েছে, উদ্যোগগুলোর বর্তমান অবস্থা এবং বেসরকারীকরণ সুপারভাইজরি কমিটির অগ্রগতি দেখে বলা যায়, সবগুলো লক্ষ্যই পূরণযোগ্য। সিংহভাগ ক্ষেত্রে অগ্রগতি সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে চলছে। উল্লেখ্য, আরামকো ও স্টক এক্সচেঞ্জের মতো কিছু নির্দিষ্ট চুক্তি বাদে অধিকাংশ সম্পদ বিক্রির তত্ত্বাবধান করছে এনসিপি। তবে সৌদি পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে ততটা আশাবাদী ...

নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

ছবি
নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ভয়েসমিডিয়া২৪.কম | ১৫ জানুয়ারি ২০১৯ সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য আজ মঙ্গলবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।   আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন মনোনয়নপ্রত্যাশীরা। আগামী শুক্রবার পর্যন্ত জমা দিতে পারবে তারা।   সংরক্ষিত নারী আসনের আইন অনুযায়ী, সংসদের ৩০০ আসনের মধ্যে যে দলের যতটি আসন, তার আনুপাতিক হারে ৫০টি আসন দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসন পায়। এই হিসেবে তারা পাবে ৪৩টি সংরক্ষিত নারী আসন। অপরদিকে নির্বাচনে জাতীয় পার্টি পায় ২২টি আসন। এর বিপরীতে তারা পাবে ৪টি  সংরক্ষিত নারী আসন। আর বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট এবারের নির্বাচনে পেয়েছে ৮টি আসন। এই অনুপাতে তারা পাবে একটি সংরক্ষিত নারী আসন। বাকি ২টি আসন পাবে অন্য দলগুলো। আইনে বলা আছে, যে দলের অন...

আহমদ শফীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ড. কামালের

ছবি
আহমদ শফীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ড. কামালের ভয়েসমিডিয়া২৪.কম | ১৫ জানুয়ারি ২০১৯ গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফীর নারী শিক্ষাবিরোধী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তারা। বিবৃতিতে কামাল হোসেন ও মোস্তফা মোহসিন মন্টু বলেন, ‘আহমদ শফী নারী বিদ্বেষী, স্বাধীনতার চেতনাবিরোধী ও সংবিধানবিরোধী। এই ফতোয়াবাজ ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’ বিবৃতিতে তারা বলেন, ‘আহমদ শফী ধর্মের অপব্যাখ্যা করে মনগড়া ফতোয়া দিয়ে দেশ ও সমাজকে আলো থেকে অন্ধকারে নিতে চান।’ বিবৃতিতে আহমদ শফীর নারী শিক্ষাবিরোধী ফতোয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি

ছবি
বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি   ভয়েসমিডিয়া২৪.কম | ১১ জানুয়ারী ২০১৯ জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ১১৮ তম মাহফিলে দেয়া আল্লামা শাহ আহমদ শফী’র একটি বক্ত্যবের খণ্ডাংশ বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হচ্ছে। এতে করে বিভিন্ন মহলে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি তাঁর গতকালের বক্তব্যের ব্যাখ্যায় বলেন,  ”গতকাল ১১ জানুয়ারি ২০১৯ ইং তারিখে জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী’র বার্ষিক মাহফিলে দেয়া আমার বক্তব্যের একটি খণ্ডাংশ বিভিন্ন মিডিয়ায় ভুল ভাবে উপস্থাপন করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে আমি জানতে পেরেছি। বক্তব্যে আমি মূলত বলতে চেয়েছি ইসলামের মৌলিক বিধান পর্দার লঙ্ঘন হয়, এমন প্রতিষ্ঠানে মহিলাদের পড়াশুনা করানো উচিৎ হবেনা। আমাদের মনে রাখতে হবে যে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে শিক্ষা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনাসহ যাবতীয় সকল কিছুই রয়েছে। ইসলামে নারীদের শিক্ষার বিষয় উৎসাহিত করা হয়েছে এবং সকলেই অবগত যে, উম্মুল মুমিনিন হজরত মা আয়িশা...

প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা নিয়োগ

ছবি
প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা নিয়োগ ১৪ জানুয়ারি ২০১৯ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। পাঁচ উপদেষ্টাকে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার প্রজ্ঞাপনের গেজেট জারি হয়, যদিও তা সোমবার প্রকাশ করা হয়েছে। এরা সবাই গত সরকারের সময়েও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন- এইচ টি ইমাম রাজনৈতিক উপদেষ্টা, ড. মসিউর রহমান অর্থনৈতিক উপদেষ্টা, ড. গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। উপদেষ্টা থাকাকালীন এই পাঁচজন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পোশাক শ্রমিকদের মূল মজুরি বাড়ল ১০ থেকে ৫২৪ টাকা

ছবি
পোশাক শ্রমিকদের মূল মজুরি বাড়ল ১০ থেকে ৫২৪ টাকা  ভয়েসমিডিয়া২৪.কম | ১৪ জানুয়ারি ২০১৯ পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষ নিরসনে ছয়টি গ্রেডের শ্রমিকদের মজুরি সংশোধনের ঘোষণা দেয়া হয়েছে। শনিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং পোশাক শিল্পের মালিক প্রতিনিধিদের বৈঠকের পর গতকাল শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশোধিত মজুরি ঘোষণা করা হয়। এতে গ্রেডভেদে মূল মজুরি বেড়েছে ১০ থেকে সর্বোচ্চ ৫২৪ টাকা। সমন্বিত মজুরি বিশ্লেষণে দেখা যায়, গ্রেড ৭-এ মূল ও মোট মজুরি অপরিবর্তিত রয়েছে। ২০১৩ সালে এ গ্রেডের মূল মজুরি ছিল ৩ হাজার টাকা। ২০১৮ সালে পর্যালোচনার পর মূল মজুরি নির্ধারণ হয় ৪ হাজার ১০০ টাকা। নতুন সংশোধনীতেও মূল মজুরি ৪ হাজার ১০০ টাকাই পুনর্নির্ধারণ করা হয়েছে। একইভাবে মোট মজুরিও ৮ হাজার টাকা অপরিবর্তিত আছে। গ্রেড ৬-এ ২০১৩ সালে মূল মজুরি ছিল ৩ হাজার ২৭০ টাকা। ২০১৮ সালের প্রজ্ঞাপনে মূল ও মোট মজুরি নির্ধারণ করা হয় যথাক্রমে ৪ হাজার ৩৭০ ও ৮ হাজার ৪০৫ টাকা। নতুন সংশোধনীতে মূল ও মোট মজুরি ৪ হাজার ৩৮০ ও ৮ হাজার ৪২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ পূর্বঘো...